আপনজন ডেস্ক: জুম অ্যাপে চলছিল কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের একটি অনলাইন বৈঠক। সে বৈঠকে নগ্ন অবস্থায় হাজির হয়ে বিতর্কের মুখে কানাডার এক সাংসদ।জানা গিয়েছে, কানাডার পার্লামেন্টের ওই সদস্যের নাম উইলিয়াম আমোস। এমন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির পর ক্ষমা চেয়ে লিবারেল এই এমপি বলেছেন, 'আমি সত্যিই দুর্ভাগ্যজনক একটি ভুল করে ফেলেছি। অবশ্যই আমি এটি নিয়ে বিব্রত।' উইলিয়াম আমোস বলেন, 'জগিং থেকে ফেরার পর অফিসের পোশাক পরছিলাম। এ সময় আমার ল্যাপটপের ক্যামেরাটি দুর্ঘটনাক্রমে ঘুরে যায়। আমি হাউস অব কমন্সের আমার সব সহকর্মীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এটি সত্যিই একটি ভুল ছিল এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না।' কানাডার রুলস অব অর্ডার অ্যান্ড ডেকোরাম অনুযায়ী, পার্লামেন্টের বিতর্কে অংশ নেওয়ার জন্য কোনো ধরনের পোশাক নির্ধারিত নেই। তবে বিতর্কে অংশ নেওয়া পুরুষ বক্তাদের অবশ্যই সাময়িকভাবে জ্যাকেট, শার্ট এবং টাই পরতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct