আপনজন ডেস্ক: টিউবওয়েল বসানোর পর জলের পরিবর্তে বের হচ্ছে গ্যাস। ঘটনাটি ঘটে কুমিল্লার চৌদ্দগ্রামে।এ ঘটনায় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর জল, বালি ও বস্তা দিয়ে গ্যাস ওঠা বন্ধ করা হয়। কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়ির হারুন অর রশিদের ঘরে ১৬০ ফুট গভীরতায় একটি নতুন টিউবওয়েল বসানো হয়। কাজ শেষে জল ওঠে কিনা দেখতে টিউবওয়েল চাপ দিতেই গ্যাস বের হতে শুরু করে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে জল, বালি ও বস্তা দিয়ে গ্যাস ওঠা বন্ধ করা হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, 'লকডাউনের কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্যাস বের হওয়ার জায়গাটি সংরক্ষিত করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct