আপনজন ডেস্ক: আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে ভিন ধর্মী দুই ক্রিকেটার রোযা রেখে অনন্য নজির সৃষ্টি করলেন। দলের দিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রেহমান রোযা রাখছেন। তাই দেখে রোযা রাখার কৌতূহল জাগে দুই ক্রিকেটার ওয়ার্নার আর উইলিয়ামসনের। তারা রোযা রাখার অনুভূতি পেতে অবশেষে রোযা রাখলেন। এখন পবিত্র রমযান মাস চলছে। বিশ্বব্যাপী মুসলিমরা সারাদিন রোযা বা উপবাস করছেন। আইপিএলেও অনেক মুসলিম ক্রিকেটারই খেলার পাশাপাশি রোযা রাখছেন, মাঠের বাইরে পালন করছেন ধর্মীয় আচার-অনুষ্ঠান। আর সন্ধ্যায় করছেন ইফতার।
সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন এই তিন আফগানি স্পিনার—রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রেহমান। মাঠের লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র এই তিনজন। তা–ও মাঠের চিন্তা তাঁদের রোযা রাখা থেকে বিরত রাখতে পারেনি। নিয়মিতই রাখছেন রোযা, না খেয়ে আছেন, পালন করছেন ধর্মীয় অনুশাসন। আবার সবার সঙ্গে মিলেমিশে ইফতারও করছেন।
সতীর্থদের দেখেই কিনা হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর সহ-অধিনায়ক কেন উইলিয়ামসনেরও সাধ হলো ‘রোজা’ রাখলে কেমন লাগে সেটা দেখার! হ্যাঁ, বিশ্বের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান রশিদ-নবীদের দেখাদেখি সেটাই করেছেন। আর সে খবর সবাইকে খুশি মনে জানিয়েছেন রশিদ নিজেই।
রশিদের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে এই দৃশ্য। সতীর্থদের সঙ্গে ইফতার করতে বসেছেন এই রিস্ট স্পিনার। সঙ্গে যোগ দিয়েছেন ওয়ার্নার আর উইলিয়ামসনও। ভিডিওতে রশিদ প্রথমে ওয়ার্নারকে জিজ্ঞাসা করলেন, ‘ডেভ, তোমার রোযা রাখা কেমন চলছে?’
হাসতে হাসতে ওয়ার্নার জবাব দিলেন, ‘বেশ ভালো। তবে আমি অনেক তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত।’ পরে উইলিয়ামসনের দিকে ক্যামেরা তাক করে রশিদ জিজ্ঞেস করলেন, ‘কেন, কেমন অনুভব করছ?’
ওয়ার্নার বৃদ্ধাঙ্গুলি দিয়ে ‘গুড লাক’ চিহ্ন দেখিয়ে বললেন, ‘খুব ভালো বোধ করছি, ধন্যবাদ।’ এর পরেই রশিদ খোলাসা করলেন রহস্যের, ‘বন্ধুরা, এই দুই কিংবদন্তি আজ আমাদের সঙ্গে না খেয়ে আছে। এদের আমাদের সঙ্গে ইফতারির টেবিলে পেয়ে ধন্য মনে করছি।’ পাশ দিয়ে ওয়ার্নার বলে উঠলেন, ‘অনেক, অনেক কঠিন কাজ!’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct