আব্দুস সামাদ মণ্ডল, হুগলি: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। ওই দুটি কেন্দ্রে পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করেছে ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন। গণনা আগামী ১৮ মে।
ভোটের এই দিনক্ষণ ঘোষণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের হুমকিও দিচ্ছেন অনেকেই। তাদের দাবি ১৩ মে ঈদ হতে পারে। ঈদের দিন ভোট দিতে যেতে নারাজ ওই দুই কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ওই দুই কেন্দ্র মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এবং দুটি কেন্দ্রেই সিংহভাগ বোটরই সংখ্যালঘু সম্প্রদায়ের।
এ ব্যাপারে সাংবাদিক-সমাজসেবী আলি আকবর ফেসবুকে পোস্ট করেছেন: ‘১৩ মে সম্ভাব্য ইদের দিন সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের। দিন বদলের দাবি স্থানীয় মানুষের’।
ছাত্রনেতা মোঃ রাকিব হক লিখেছেন, “দুইটি বিধানসভা কেন্দ্র ঈদের দিনে ভোট। কাণ্ডজ্ঞানহীন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই এবং অবিলম্বে তারিখ পরিবর্তন চাই”।
উল্লেখ্য, এবছরে রমযান মাস শুরু হয়েছে ১৪ এপ্রিল। আর আরবি মাস ২৯ কিম্বা ৩০ দিনে হয়। যদি রমযান মাসটি ২৯ হয় তাহলে ঈদ হবে ১৩ মে। সেক্ষেত্রে এলাকার মানুষের দাবি যে দিন ঈদের দিন ভোট নির্ধারণ করা একেবারে ঠিক হয়নি। তাদের দাবি অবিলম্বে কমিশন ১৩ ও ১৪ মে বাদ দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক করুক নির্বাচন কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct