জৈদুল সেখ, নবগ্রাম: মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভায় লাল দুর্গে ঝড় তুলতে প্রচারে অভিনবত্ব দেখালেন সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী কৃপালিনী ঘোষ। পশ্চিমবঙ্গের বাম শিবিরের তারুণ্যের প্রধান মুখ মীনাক্ষী মুখার্জীকে নবগ্রাম বিধানসভায় নিয়ে এসে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন এই বিধানসভার একাধিক এলাকায়।
নবগ্রাম বিধানসভার নারিকেল বাগানে সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমরেড এবং নন্দীগ্রামের লড়াকু প্রার্থী মীনাক্ষী মুখার্জী-সহ নবগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী কৃপালিনী ঘোষ এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোট প্রার্থী নিয়াজুদ্দিন শেখ ও সিপিআইএম জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা, এবং কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা।
এছাড়াও চৌধুরী পাড়ায়, গোয়ালজানে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী কমরেড কৃপালিনী ঘোষের সমর্থনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে মহল্লায়, পাড়ায়, পাড়ায় কখনো পায়ে হেঁটে কখনো টোটো গাড়িতে প্রচার সারেন। প্রচারে এবং সভাতে মুর্শিদাবাদের বাম নেতৃত্ব অভিনবত্ব দেখালেন হল্লা গাড়ির। এব্যাপারে কমরেড জামির মোল্লা বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের কাছে বামেদের অর্থাৎ সংযুক্ত মোর্চার বার্তা পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।’ সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। একদিনের সভায় মীনাক্ষী মুখার্জী বলেন, ‘গত দশ বছরে এ রাজ্যে সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষিত বেকার যুবকরা। তাদের সঙ্গে প্রতারণা করেছে মমতা ব্যানার্জীর সরকার। তারা অনশন করে হসপিটালে গেলেও তাদের দেখতে পায় না এই অমানবিক সরকার। একে উপড়ে ফেলে সংযুক্ত মোর্চার সরকার তৈরি করুন। আমরা প্রতি বছর প্রাইমারি, এস এস সি চাকরি দেব, তোলাবাজ চোর মুক্ত সরকার গঠন করব।’
বেসরকারি করনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে। ২১ টা ব্যাঙ্ক থেকে এখন চারটে ব্যাঙ্কে পরিণত হয়েছে। আর এই চারটে ব্যাঙ্ককে এটা বিক্রি করে দিতে চাইছে। সরকারের কাছে ট্যাক্স দেওয়ার পর ব্যাঙ্কে আমরা টাকা রাখি। সেই ব্যাঙ্ক যদি বিক্রি হয়ে যায়, ব্যাঙ্ক যদি প্রাইভেটের হাতে চলে যায়। তাহলে প্রাইভেট মালিক সরকারের কাছে জবাবদিহি করবে? যে আপনার আমার পয়সা নিয়ে ও কাকে লোন দিচ্ছে না দিচ্ছে। তাহলে বিজয় মালিয়া, ললিত মোদি, নীরব মোদিকে লোন দেবে। আর নিরব মোদি, ললিত মোদি ওরাও বলবে যে আমি তো সরকারের ব্যাঙ্ক থেকে লোন নিইনি তাহলে সরকারকে কেন জবাবদিহি করব? সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী কৃপালিনী ঘোষ সকাল থেকে রাত পর্যন্ত তিনি গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই ১৫ থেকে ২০টি গ্রামে প্রচারে যাচ্ছেন। তিনি রাধারঘাট পঞ্চায়েতের প্রধান ছিলেন। তিনি প্রথম থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তার উপরে দল আস্থা রাখছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct