সামিনুর আলম, বীরভূম: চারিদিকে রক্তের হাহাকার চলছে। ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থা করুণ। রক্তের অভাবে কত জীবন চলে যাচ্ছে। আর এই রক্তসংকট মেটাতে ইবিএস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সেই সময় ইবিএসের ডাকে এক মানবিকতার নির্দশন রাখলেন বীরভূমের তারাপীঠের ডাক্তারী পড়ুয়া আয়েব সা। এক হিন্দু রমণীর অতি প্রয়োজনীয় রক্তের জন্য এগিয়ে এলন আয়েব।
জানা গেছে ঝাড়খণ্ডের ভাগলপুরের এক হিন্দু মায়ের রক্তের জন্য অপারেশন আটকে ছিল। চারদিকে খুঁজেও রক্তের ব্যবস্থা করতে পারে নি রোগীর পরিবার। এমতাবস্থায় ইবিএসের ডাকে সারা দিয়ে রোজা ভেঙে রক্তদান করলেন আয়েব সা। পবিত্র রমযান মাস চলছে। আয়েব সা রোযা করছিলেন। চিকিৎসকের কথা মতো খালি পেটে রক্তদান শরীরের পক্ষে ক্ষতিকর, এ কথা শুনে তৎক্ষণাৎ রোযা ভেঙে রক্তদান করেন মিনা দেবীর জন্য।
কিডনির সমস্যা নিয়ে ঝাড়খণ্ডের ভাগলপুরের মিনা দেবী ভর্তি হন রামপুরহাট আশা নার্সিংহোম। রবিবার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু রক্তের অভাবে তা হয়ে ওঠেনি। অবশেষে ডাক্তারি পড়ুয়া আয়েব সা-এর রক্তে তিনি জীবন ফিরে পেলেন। পশ্চিমবেঙ্গের মাটিতে ফের নজির হয়ে থাকল এই মানবিকতা। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সাক্ষী হয়ে থাকলেন ঝাড়খণ্ডের মিনা দেবী আর এ রাজ্যের ডাক্তারি পড়ুয়া আয়েব সা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct