সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: যত দিন যাচ্ছে করোনার দাপট ততই প্রকট হয়ে দেখা দিচ্ছে এ রাজ্যে। রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। সোমবার বাঁকুড়ার আরবান প্রাইমারি হেলথ সেন্টারে সকাল থেকেই করোণা ভ্যাকসিন নিতে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়ল। পাশাপাশি আবার অনেক মানুষ ভ্যাকসিন না পেয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে ফলে তাদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। প্রতিদিন অনেকেই ভ্যাকসিন নিতে এলেও তারা টোকেন পাচ্ছেন না। ফলে ঘুরে যেতে হচ্ছে তাদের স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হচ্ছে। বাঁকুড়া জেলার বিভিন্ন করোনা ভ্যাকসিন সেন্টারগুলোতে এই একই ছবি।
শসোদান্ত শর্মা নামে ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তি বলেন, এখানে প্রতিদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাই আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে। প্রতিদিন এভাবে ভ্যাকসিন নিতে এসে ঘুরে যেতে হলে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। মহাদেব ঘরাই নামে বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, যে সিস্টেমে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে গতকাল পর্যন্ত তা ছিল না আজ থেকেই শুরু হয়েছে। সকালে নাম লিখিয়েছে এখনো কল পাইনি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct