আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার আগে ঘোষণা করেছিল, যাদের বয়স ৪৫ বছর বা তার বেশি তারাই শুধু করোনা ভ্যাকসিন পাবেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের এক উচ্চ পর্যায়ের পর ঘোষণা করা হল আগামী ১ মে থেকে ১৮ বছরের ওপরে প্রত্যেকে ভ্যাকসিন পাবেন। সেই সঙ্গে টিকা উৎপাদককারী সংস্থাগুলোকে আরও বেশি করোনা প্রতিষেধক উৎপাদনের সঙ্গে আন্তর্জাতিক টিকা উৎপাদন সংস্থা থেকে আরও বেশি ভায়াল আমদানির উদ্যোগ নিয়েছে কেন্দ্র। পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো।
কিছূদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে জানিয়েছিলেন, যাতে সরকার সরাসরি ভ্যাকসিন উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারে। এবার থেকে সেই সমস্যা আর থাকল না। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে করোনা ভ্যাকসিন উৎপাদক সংস্থা।
এদিকে, সোমবার স্বাস্থ্য মন্ত্রক বলেছে, দেশের মোট সংক্রমণের প্রায় ৭৯% এসেছে মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান থেকে। এই তালিকায় পরের রাজ্যগুলো—তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাত, কেরল, মধ্য প্রদেশ, ছত্তিশগড়। এদিন আইসিএমআর কর্তা মোহন ভার্গব বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। তবে এবার উপসর্গ খুব কম। এবার বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছে। কিন্তু আগের বার শুকনো কাশি, গাঁটে ব্যথা আর মাথাব্যথার মতো উপসর্গ ছিল।’ তবে স্বস্তির কথা ১ মে থেকে আঠারো বছর বয়স হলেই করোনা ভ্যাকসিন টিকা পাবেন। যদিও শিশুদের করোনা ভ্যাকসিনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct