আপনজন ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি করে চারজনকে হত্যা করার ঘটনা। সেই গুলি চালনার সিসিটিভি ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু সেসময় স্থানীয় মানুষজন অভিযোগ করেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালিয়ে হত্যা করতে হবে। যদিও নির্বাচন কমিশনের সাপাই আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর সেই গুলি চালনার একটি ভিডিও ফাঁস করে দিয়েছে একটি বাংলা টিভি চ্যানেল। ওই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, একেবারে ঠান্ডা মাথায় কেন্দ্রীয় বাহিনী গুলি চারিয়ে হত্যা করেছে। ফলে, প্রশ্ন উঠতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী কি ইচ্ছা করেই গুলি চালিয়েছিল প্রয়োজন ছাড়া।
এছাগা, প্রশ্ন ওঠে যেভাবে চারজনকে গুলি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাতে কেন্দ্রীয় বাহিনী সরাসরি গুলি চালিয়েছে। অথচ, নিয়ম অনুযায়ী শরীরের পা লক্ষ্য করে গুলি করার কথা যদি সত্যিই প্রয়োজন পড়ে। কিন্তু বুক বা পীঠবিদ্ধ হওয়ায় স্বভাবতই উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিযোগ উঠেছিল। এবার তাদের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই তাই আরও দৃঢ় হল।
শীতলকুচি গুলি কাণ্ডের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসায় ফের কাঠগড়ায় উঠল কেন্দ্রীয় বাহিনী। গত ১০ এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে ৪ জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে অন্তত ১ জনের গুলি লেগেছে পিঠে।
ময়নাতদন্তের রিপোর্ট বলছে নিহত হামিদুল মিয়ার গুলি লেগেছে পিঠে। সামিউল মিয়ার শরীরে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে রয়েছে স্প্লিন্টারের ক্ষত। এছাড়া আলম মিয়া ও মইনুদ্দিন মিয়ার গুলি লেগেছে বুকে। যদিও গুলি চালানো হয়েছে মাত্র ১০ মিটার দূর থেকে। তাহলে প্রশ্ন তোলাই স্বাভাবিক যে, আত্মরক্ষায় যদি গুলি চালাতেই হয় তাহরে পীঠে গুলি লাগল কী করে। আর সামিউলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করলই বা কারা। কীকরে তার দেহে মিলল স্প্লিন্টারের ক্ষত তা িনয়ে বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়া মাত্র ১০ মিটার দূর থেকে গুলি চালালেও আলম মিয়া ও মইনুদ্দিন মিয়াকে সরাসরি বুকে গুলি করা হল কীভাবে। এই দূরত্বে পা লক্ষ্য করে গুলি চালানোই নিয়ম।
এ সব প্রশ্নের কোনও উত্তর মেরেনি কেন্দ্রীয় বাহিনীর তরফ তেকে গুলির পক্ষে সওয়াল করা বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ওই গুলি কাণ্ডে তদন্ত হবে বলে জানিয়েছেন। সেই তদন্তের আগেই ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিল কেন্দ্রীয় বাহিনীর গুলির চালানোর চরিত্র নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct