আপনজন ডেস্ক: রাজ্যে যতই করোনা সংক্রমণের হার বাড়ছে ততই সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা নিত্যযাত্রী তারা। এবার যারা ট্রেন যাত্রী তাদের জন্য করোনা সংক্রমণ দুঃখ ডেকে আনছে। ব্যাপক হারে ট্রেনের গার্ড ও ড্রাইভারের করোনা সংক্রমণের ফলে শিয়ালদা শাখায় কমপক্ষে ২৯টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। পলে, নিত্যযাত্রী পড়েছেন বেজায় সমস্যায়। এখন রমযান চলছে। রাজ্য সরকারের নিয়ম অনুসারে মুসলিম কর্মীদের বিকালে ছুটি হয়ে যায়। কিন্তু স্টেশনে এসে হা পিত্যেশ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর মূলে ট্রেন বাতিল।
শুধু শিয়ালদা শাখা নয়, এর আগে ব্যাপক হারে ট্রেনের গার্ড ও ড্রাইভাররা করোনা অঅক্রান্ত হওয়ায় হাওড়া শাখাতেও প্রায় ৩৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। একদিকে গরম, আ অন্যদিকে ট্রেন বাতিলের স্টেশন জুড়ে মানুষের ভিড় দুয়ে পড়ে নাজেহাল অবস্থা সাধারণ নিত্যযাত্রীদের।
যদিও রেলওয়ে দফতর যাত্রীদের সুরক্ষায় করোনা বিধি মানার ক্ষেত্রে কড়া মনোভাব নিয়েছে। তাই কোনও যাত্রী যওিদ বিনা মাস্কে স্টেশনে প্রবেশ করেন বা ট্রেনে ওঠেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানার নিদান দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাজার হাজার যাত্রীকে কীভাবে আটকানো যাবে সেটাই সবচেয়ে চিন্তার বিষয়। বিশেষ করে যখন একের পর এক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে তখন বাকি ট্রেনগুলোতে তিল দারণের জায়গা থাকেচ না। ফলে করোনা সংক্রমণের আশংখা থেকেই যাচ্ছে। বশ্য এখনই লোকাল ট্রেন চলাচল করোনার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct