গতবছর ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলে ছিল পাকিস্তান। প্রথমত ফাইনালে হার, তার ওপর সেই হার আবার চিরশত্রু পাকিস্তানের কাছে। ক্ষতটা দীর্ঘদিন তাজা হয়ে থেকে গিয়েছিল ধোনি, কোহলি, রোহিত শর্মাদের হৃদয়ে। এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে সেই পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এতদিনের সেই তাজা ক্ষততে মলমের প্রলেপ লাগালো টিম ইন্ডিয়া। এবং এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হওয়ার আগে ক্রিকেটবোদ্ধারা ধারে ভারে অনেকটাই এগিয়ে রেখেছিলেন পাকিস্তানকে। তাদের যুক্তি ছিল দুবাই পাকিস্তানের হোম ভেনু। তাছাড়া এই পাকিস্তান দল বর্তমানে সব বিভাগের চূড়ান্ত ফর্মে রয়েছে। পাশাপাশি এই ভারতীয় দলে ছিলেন না কোহলির মতো একজন নির্ভরযোগ্য ক্রিকেটার। ক্রিকেট বিশেষজ্ঞদের এত সূক্ষ্ম বিচার এর পরেও বাস্তবে ঘটলো ঠিক উল্টোটাই। আগের দিন ভারতের যে বোলিং লাইনআপ হংকংয়ের ব্যাটসম্যানদের আউট করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিল, এদিন তাঁরাই শক্তিশালী পাকিস্তান কে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট করে দেয়। পাকিস্তানের হয়ে বাবর আজম সর্বোচ্চ ৪৭ এবং শোয়েব মালিক ৪৩ রান করেন। বল হাতে তিনটি করে উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদব। দুটি উইকেট পান জসপ্রিত বুমরা এবং অবশিষ্ট একটি উইকেট পান কুলদীপ যাদব।
নির্ধারিত ৫০ ওভারে ১৬৩ রানের জয়ের লক্ষ্যমাত্রা ভারতের কাছে যে খুব একটা কঠিন হবে না তা বোঝা গিয়েছিল। তবে দল টার নাম পাকিস্তান। তাদের যা বোলিং শক্তি, তারা যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিষয়টা মাথায় রেখে ব্যাটিংয়ে মনোযোগ দেন অধিনায়ক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। আগের ম্যাচে সেঞ্চুরি করে আত্মবিশ্বাস ভরপুর ছিল শিখর ধাওয়ানের। সেই আত্মবিশ্বাস দেখা গেল এদিন তাঁর ব্যাটিংয়ে। অন্যদিকে রোহিত শর্মা ও বিধ্বংসী মেজাজে ব্যাট চালিয়ে গেলেন। মারকাটারি ৫২ রানের এক ইনিংস খেলে রোহিত যখন শাদাব খান এর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন ভারত জয় থেকে আর মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে ছিল। চালিয়ে খেলতে গিয়ে ৪৬ রানের মাথায় রান আউট হলেন শিখর ধাওয়ান। এরপর দলের হয়ে ব্যাট হাতে বাকি কাজটুকু সারলেন আম্বাতি রাইডু (৩১) ও দীনেশ কার্তিক (৩১)। এই দুই ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিং এর ওপর ভর করে ভারত মাত্র ২৯ ওভারে স্কোরবোর্ডে ১৬৪ রান তুলে ৮ উইকেটে জয় তুলে নেয়। কোহলির অনুপস্থিতিতে এশিয়া কাপে দল কে যোগ্য নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পাকিস্তানকে হারিয়ে রোহিত শর্মা বুঝিয়ে দিলেন নেতা হিসাবে তিনিও কারোর চেয়ে কোনো অংশে কম যান না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct