কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: আচমকা এক লাফে পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে দেওয়ায় কয়েক হাজার সাধারণ অটো যাত্রী পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের তালতলা এলাকায়।এদিন প্রায় দু-ঘন্টা অবরোধ চলায় খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। পুলিশ অবরোধ আন্দোলনকারীদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়। শুরু হয় স্বাভাবিক যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং - হেড়োভাঙ্গা থেকে ক্যানিং মাত্র ১৩.২৫ কিলোমিটার রাস্তা।দীর্ঘ প্রায় ১০ বছরের অধিক সময় ধরে কোন এক অজ্ঞাত কারণে ‘ক্যানিং-গোলাবাড়ি মধুখালি’ ও ‘বাসন্তী-ক্যানিং-জামতলা’ গামী রুটের বাস বন্ধ রয়েছে।দীর্ঘদিন বাস বন্ধ থাকা সাধারণ মানুষজন ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করে বলেন রাজনৈতিক থেকে প্রশাসনিক সমস্ত স্তরেই রয়েছে উদাসীনতা। ফলে বাস চলাচল দীর্ঘদিন বন্ধ থাকলেও কারোর কোন ভ্রূক্ষেপ নেই। বাস চলাচল না করায় সেই সুযোগ কে কাজে লাগিয়ে অটো চালকরা ইচ্ছা মত ভাড়া বাড়িয়ে চলেছে। বিগত ২০২০ সালে করোনা মহামারী চলাকালীন এই সামান্য ১৩ কিলোমিটার রাস্তায় অটো ভাড়া আচমকা বেড়ে দাঁড়িয়েছিল যাত্রী পিছু ৬০ টাকা। এছাড়াও সাতমুখী ব্রিজের অবস্থা খারাপ দেখিয়ে দীর্ঘদিন ব্রিজের দুপাশে অটো চলাচল করতো। সেই ক্ষেত্রে সাধারণ যাত্রীদের ‘কাটা’ ভাড়া নেওয়ায় অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হতো। বর্তমানে সেই ভাড়া কমে ক্যানিং -হেড়োভাঙ্গা ১৩.২৫ কিলোমিটার রাস্তায় বর্তমানে অটোভাড়া ২৫ টাকা। এক একটি অটো ৬ থেকে ৭ জন যাত্রী নিয়ে যাতায়াত করে।
অভিযোগ আচমকা শনিবার সকালে ওই রুটে অটো ভাড়া কোথাও ৫,আবার কোথাও ৭ টাকা বাড়ানো হয়। আচমকা এই ভাড়া বাড়ানোয় সাধারণ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।শনিবার সন্ধ্যা ৬-৮ টা পর্যন্ত তারা তালতলা বাসষ্ট্যান্ডে পথ অবরোধ করে অটো চলাচল বন্ধ করে দেয়।খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণদের বুঝিয়ে পথ অবরোধ তুলতে সক্ষম হয়। ওই রুটের নিত্য সাধারণ যাত্রী অশোক সরদার, শীতল মন্ডল, রুপঙ্কর সরদাররা অভিযোগ করে বলেন ‘আমাদের এই ক্যানিং হেড়োভাঙ্গা রোডে অটোচালকরা অতিরিক্ত ভাড়া নিয়েও অটোতে ৭/৮ যাত্রী নিয়ে গেরু ছাগলের মতো যাতায়াত করে। তাছাড়াও বেশ কিছু অটোচালক যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে প্রায় প্রতিনিয়ত।
এছাড়াও এই রুটে সন্ধ্যা ৬ টার পর কোন অটো ক্যানিং থেকে হেড়োভাঙ্গা যাতায়াত করতে চায় না। অথচ রিজার্ভ করা কিংবা অতিরিক্ত ভাড়া দিয়ে নিত্য সাধারণ যাত্রীরা যাতায়াত করেন। ঘটনার বিষয়ে ক্যানি-হেড়োভাঙ্গা রুটের অটো ইউনিয়ন এর সম্পাদক সোনাতন হালদারের সাথে একধিকবার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই রুটে পুরাতন ভাড়ায় অটো চলাচল সচল রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct