মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: শেষ রবিবার দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার ঝড় তুললেন। ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোট গ্রহণ হবে তার মধ্যে দুর্গাপুর পূর্ব কেন্দ্র টি আছে। সকাল ১০ টায় বামুনারা হাট তলা থেকে গোটা এলাকা থেকে হুড খোলা জিপে রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ৱ্যালি শুরু করেন। কাতারে কাতারে মানুষ তাকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমান। সাধারণ মানুষের কাছ থেকে উষ্ণ অভ্যার্থনা পেয়ে প্রদীপ মজুমদার অভিভূত। মানুষের অভাব অভিযোগ নোটবুকে লিপিবদ্ধ করছেন। তৃণমূল কর্মীরা বলছেন, প্রদীপ মজুমদার এমন মানুষ কথা কম বলেন কাজ বেশি করেন। কোন মানুষ তার কাছে এসে ফিরে যায় না।
তিনি তার সাধ্যমত সবার পাশে থাকেন। প্রদীপ বাবু বলেন, ২০১৬ সালের সিপিএমের জেতা প্রার্থী এবং বর্ধমান দুর্গাপুর লোকসভার জেতা প্রার্থীকে এলাকাবাসী আর দেখতে পায়নি। মানুষের স্বতঃস্ফূর্ততা তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জীকে বাংলার মসনদে বসাবে এটা বলাই যায়। রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে ভাবে মানুষ উপকৃত হয়েছে, জন্ম থেকে মৃত্যু, সবুজ সাথী, কন্যাশ্রী, পথশ্রী যে ভাবে মানুষের জীবন যাত্রায় আমূল পরিবর্তন এনেছে সাধারণ মানুষ মমতা ব্যানার্জীর সরকারকেই চাইছে বলে দাবি করেন প্রদীপবাবু। তবে, তৃণমূল কর্মীদের আশা, দুর্গাপুর পূর্বে প্রদীপ মজুমদার এবারে জেতা এক প্রকার নিশ্চিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct