আব্দুস সামাদ মণ্ডল, পাঁশকুড়া: ১৪ ই এপ্রিল থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের বিশেষ উপাসনার মাস রমজান, মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একমাস যাবত উপবাস করে, আর এটাই প্রাপ্ত বয়স্কদের উপর ফরজ (আবশ্যিক)।
সন্ধ্যার সময় তারা ইফতার করে বিভিন্ন ফলপাকড় দিয়ে কিন্তু রমজান শুরু হতেই ফলের বাজারে আগুন। গরিব তো দূরের কথা মধ্যবিত্তদেরও নাগালের বাইরে। যে শসার দাম ছিল ২০ টাকা কিলো সেই শসা এখন ৬০/৭০ টাকা, খেজুরের দাম ছিল ৬০ টাকা এখন তা বেড়ে ১২০ তবে আইমা দিচ্ছে ৬০ টাকায়। কলার দাম ছিল ২টাকা পিস এখন বেড়ে ৫টাকা। তবে আইমা ২ টাকাতেই দিচ্ছে। আপেলের দাম ছিল ১১৫ এখন বেড়ে ২০০ তবে আইমা আগের দামেই দিচ্ছে, পাতি লেবুর দাম ছিলো ৫ টাকা এখন হয়েছে ৮ টাকা। তবে আইমা পূর্বের দামই দিচ্ছে। এককথায় সাধারণ মানুষকে অনেক সাহায্য করছে আইমা।
আইমা সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন বলেন, আইমা মানুষের জন্য কাজ করে তাই আমরা এইরকম একটা উদ্যোগ নিয়েছে, গরীব এবং মধ্যবিত্তদের পকেটের টান না পড়ে তাই আমাদের উদ্দেশ্য। আমরা শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না পরবর্তীতে সারা রাজ্য জুড়ে এই উদ্যোগ নেব। বিভিন্ন জেলায় এই সুবিধার ব্যবস্থা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct