সজিবুল ইসলাম, রানীনগর: আবারও রানীনগর ৬৩ নম্বর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীর উপর অতর্কিত হামলা। হামলার অভিযোগ এর আঙ্গুল ফের তৃণমূল সমর্থকদের দিকেই। বেশ কয়েক দিন আগেও সংযুক্ত মোর্চার প্রার্থীর উপর আক্রমণের ঘটনা সামনে আসে আজ আবারও সেই ঘটনা
জানা যায় এদিন সংযুক্ত মোর্চার প্রার্থী সহ বাম কংগ্রেস জোটের সমর্থকরা বালুমাটির গাংরুলতলাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এমতবস্থায় কিছু লোক এসে সংযুক্ত মোর্চার কর্মীদেরকে লক্ষ করে বলে তোরা তৃণমূলকে গালি দিচ্ছিস কেনো ? পাল্টা জবাবে সংযুক্ত মোর্চার সমর্থকরা প্রতিবাদ করে বলে আমরা গালি দেইনি, এভাবেই এক কথা দু কথা হতে হতে বচসাই জড়িয়ে পড়ে ঘটনাই উভয় দলের লোকই আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। সংযুক্ত মোর্চার তিনজন এবং তৃণমূল কংগ্রেসের - নাজিমুদ্দিন সেখ এবং মোস্তফা নামের দুই জন। যদিও উক্ত ঘটনার অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের যুব নেতা ইমতিয়াজ কবির পাল্টা অভিযোগ করে সংযুক্ত মোর্চার বিরুদ্ধে বলেন, ফিরোজা বেগম বিগত ১০ বছরে বিধায়ক থাকা সত্ত্বেও এলাকার কোনো উন্নয়ন করেননি। আর তা সাধারণ মানুষ জিজ্ঞাসা করলেই উনি রেগে যাচ্ছেন এবং চড়াও হয়ে তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ দিচ্ছে। আর সেই প্রতিবাদ করতে গিয়েই তারা আমাদের উপর আগে আক্রমণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct