আপনজন ডেস্ক: রাজ্যে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ প্রায় সাড়ে আট হাজারের কতাছে চলে গেছে। শহর কলকাতায় পেরিয়েছে দু হাজার। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার কর্মসূচিতে কিছুটা রাশ টানার কথা জানিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে আর কোনও বড় জনসভা করবেন না মমতা। এমনকী কলকাতায়ও। যদিও দক্ষিণ কলকাতার ভোট ২৬ এপ্রিল।
আর উত্তর কলকাতায় ভোট ২৯ এপ্রিল। শুধু বিডন স্ট্রিটে সভা করবেন, আর নয়। এ ছাড়াও বাকি আছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম বর্ধমান, দুই দিনাজপুর এবং উত্তর ২৪ পরগনা ও নদিয়ার আংশিক ভোট। তাই বড় সভা না করে ছোট ছোট সভা করার কথা বলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে মমতা নির্দেশ দেন, যারাই বাইরে থেকে এ রাজ্যে আসবেন, তাদের প্রত্যেককে RT-PCR টেস্ট করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct