জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া: বেশ কয়েকদিন থেকে খবরের কাগজের শিরোনামে উঠে আসছিলো অযোধ্যা পাহাড় ও তার সংলগ্ন জঙ্গলে আগুন। বনকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ ও বহু সংগঠনের মানুষ প্রতিনিয়ত আগুন নেভাতে উঠত পাহাড়ে। কিন্ত পুরো জঙ্গল নেভানো সম্ভব হতো না। যার ফলে পাহাড় একেবারে ধ্বংসের মুখে পড়েছিল। কিন্ত এরপর প্রশাসন একেবারে কড়া পদক্ষেপ নিয়ে নামলেন। অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে বাঘমুন্ডি রেঞ্জ অফিসের উদ্যোগে শুরু করলেন নাকা চেকিং।
অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন স্থান গুলিতে বাঘমুন্ডি বনদপ্তরের কর্মীরা বাইরে থেকে আসা পর্যটক ছাড়াও স্থানীয় মানুষদের দাঁড় করিয়ে তাদের গাড়ি ও ব্যাগ চেক করেন। যাতে কোনোপ্রকার দেশলাই, লাইটার ও আগুন জাতীয় কোনো দ্রব্য না থাকে। তাই বনদপ্তরের এমন একটি উদ্যোগ।
বাঘমুন্ডি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, দৈনন্দিন জঙ্গলে আগুন লাগিয়ে কতো ক্ষতি করছে মানবসমাজের। এটা সেই অমানবিক কিছু ব্যক্তির কাজ যারা সিগারেট, বিড়ি খেয়ে তার দেশলাই বনে ফেলে দিচ্ছে ফলে সারা জঙ্গল জুড়ে ভয়াবহ আগুনে পুড়ে যাচ্ছে, আর তার ফলে গাছ পালার সাথে সাথে নানান পশু, পাখি, কীটপতঙ্গ নষ্ট হচ্ছে। তার প্রতিরোধ করার জন্য বিশেষ করে নাকা চেকিং অভিযান চালানো হচ্ছে। “অযোধ্যা পাহাড় আমাদের পর্যটন স্থল তাই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করা আমাদের কর্তব্য” এই বিশেষ বার্তা দেন পর্যটকদের ও স্থানীয় এলাকার জনসাধারণের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct