মোল্লা মুয়াজ ইসলাম, মন্তেশ্বর: মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা বেশির ভাগ ক্ষেত্রে পালন করছে না। মন্তেশ্বরে গলাতুন ৪১ ও ৪২নং বুথের তৃণমূল কর্মীদের ঢুকতে বাধা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল বলছে, প্রাণ ভয়ে তৃণমূল পাটি অফিসে লুকিয়ে পড়তে হয় তৃণমূল কর্মীও বুথ এজেন্টদের। পরে পুলিশ এসে তাদের নিয়ে যেতে চাইলেও তারা প্রাণ ভয়ে যেতে চাইছিল না। তাদের বুঝিয়ে সুঝিয়ে আবার বুথে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিজেপি হামলা করতে পারে এবং প্রাণনাশের আশঙ্কা থেকে আত্মরক্ষার কারণে মাথায় হেলমেট পরে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়িয়েছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সিদ্দিকুল্লাহ অভিযোগ করেনম বিজেপির আক্রমণে অনেক তৃণমূল কর্মী আহত হয়েছে। একজনের হাত ভেঙেছে। তৃণমূলের পক্ষে ভোট পড়ার কারণে আধা সামরিক বাহিনী ভোটার দের ভয় দেখাচ্ছে এবং মারধর ও করছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন বুথে কম আলো থাকার কারণে ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে জানান সিদ্দিকুল্লাহ। নানা অভিযোগ নিয়ে মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নির্বাচনী এজেন্ট মামনি মুর্মু নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের অযথা হয়রানি করছে, গ্রামবাসীদের মারধর করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct