আপনজন ডেস্ক: এক বিরল নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানার আবগারি বিভাগের এক ডেপুটি কমিশনার আইএএস ইয়ানি কুরেশি তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া এক নির্দেশ না মানায় জরিমানা করে আদালত। তাতে তেলেঙ্গানা হাইকোর্ট আদালত অবমাননার দায়ে জরিমানা হিসেবে নির্দেশ দেয়, ওই আইএএস অফিসারকে এই রমযান মাসে কোনও মসজিদে অন্তত এক সপ্তাহের জন্য প্রতিদিন ২০ জনকে ইফতার দিতে হবে।
জানা গেছে, তেলেঙ্গানা হাইকোর্ট এক নির্দেশে বলেছিল যথাসময়ে যেন গুড়ের লরি ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই গুড়ের লরি ছেড়ে দেওয়ার নির্দেশ না মানায় কুরেশির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গানা হাইকোর্টের গঠিত বেঞ্চ কুরেশির বিরুদ্ধে ওই জরিমানার নির্ধেশ দেয়।
মামলাটি হয় তেলেঙ্গানা হাইকোর্টের প্রদান বিচারপতি হিমা কোহরি ও বিচারপতি বি বিজয়ন রেড্ডির গঠিত বেঞ্চ সিদ্ধান্ত নেন, কুরেশিকে জরিমানা হিসেবে রমযান চলাকালীন কোনও মসজিদে কমপক্ষে এক সপ্তাহ ধরে প্রতিদিন ২০ জনকে ইফতার দিতে হবে। তবে, তেলেঙ্গানা হাইকোর্টের এই ধরনের নির্দেশ এই প্রথম নয়, এর আগে আদালত অবমাননার দায়ে নালগোন্ডার জেলাশাসক প্রশান্ত জে পাতিলকে একটি অনাথ আশ্রমে ছ মাস ধরে সপ্তাহের শেষে দু ঘণ্টা ধরে সমাজসেবা করার নির্দেশ দিয়েছিল। এছাড়া, এর আগে অবসরপ্রাপ্ত এক জেলা আধিকারিক সন্ধ্যা রানিকে আদালত অবমাননার দায়ে নির্দেশ দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে ১০ কিমি ব্যাসার্ধের মধ্যে কোনও অনাথআশ্রমে খাবারের ব্যবস্থা করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct