মঞ্জুর মোল্লা, নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপ চোটির মাঠে প্রকাশ্য সমাবেশ করেন তিনি। এদিনের সমাবেশে বহু মানুষের জনসমাগম লক্ষ্য করা যায় নবদ্বীপে। প্রায় ত্রিশ মিনিটের বক্তব্য মধ্যে শুরুতেই তিনি নবদ্বীপ সহ গোটা নদিয়া জেলার উন্নয়ন খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নবদ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য আমরা হেরিটেজ ঘোষণা করেছি। ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে নবদ্বীপ টাউনকে সাজিয়ে তোলার জন্য। এর পাশাপাশি ৭০০ একর জমি আমরা মায়াপুরকে দিয়েছি ওখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঠন করার জন্য।
এছাড়া মমতা বলেন সারা বাংলা জুড়ে উদ্বাস্তুদের আমরা আইনত স্বীকৃতি দিয়েছি। নদিয়া জেলার কল্যাণী থেকে শুরু করে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগর মাটির পুতুল শিল্প উন্নয়নের লক্ষ্যে আমরা প্রচুর অর্থ ব্যয় করেছি। তাই আপনারা কেউ বিজেপিকে ভোট দেবে না। বিজেপিকে ভোট দিলে তাহলে অসমের মতো হাল হবে। অসমের মতো আপনাদেরকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এই বিজেপি। এর পাশাপাশি তিনি বলেন, আমরা সরকারে এলে তপশিলি জাতির মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা এবং সাধারণ মহিলাদের জন্য ৫০০ টাকা ভাতা প্রদান করব। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বাইরে থেকে যেসব বহিরাগত গুন্ডারা আছেন তারা উন্নয়ন নয়, কোভিড সঙ্গে করে নিয়ে আসছেন।
বিজেপিকে অসমের মতো বাংলাতেও এনআরসি করার পরিকল্পনা করেছে। আর তার জন্য তারা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে যদি সরকারে আসে বিজেপি। তবে এদিনের জনসভায় হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য প্রচন্ড গরম ও রোদ উপেক্ষা করে হাজির হয়। মানুষের সারিবদ্ধ লাইন অতিক্রম করে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে এগোন। তিনি স্মরণ করিয়ে দেন, বিগত লোকসভা নির্বাচনে নবদ্বীপ বিধানসভা থেকে নির্বাচিত হয়েচিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই জেতা বিধায়ককে এবারের বিধানসভা নির্বাচনে ফের টিকিট দিয়েছে। তাই মমতা আশাবাদী নবদ্বীপের মানুষ তাকেই নির্বাচিত করবে। মমতা অমিত শাহ ও মোদির পাশাপাশি সংযুক্ত মোর্চারও চরম সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct