আপনজন ডেস্ক: যিনি একটি খরগোশ খুঁজে দিতে পারবেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই মর্মে একজন ঘোষনা করেছেন। কি অবাক হচ্ছেন তো। আসল ঘটনা হলো বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশটিকে পাচ্ছেন না তার মালিক। ইংল্যান্ডের উরস্টারশায়ার থেকে গত সপ্তাহে নিখোঁজ হয় খরগোশটি। দারিউস নামের ওই খরগোশটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খরগোশটির মালিক ইতোমধ্যে পুলিশে অভিযোগ করেছেন। ওয়েস্ট মার্সিয়া পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘খরগোশটিকে তার পালকের বাগান থেকে চুরি করা হয়ে থাকতে পারে। খরগোশটি অনন্য এই কারণে যে, সেটি ৪ ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ হিসেবে ইতিমধ্যেই গিনেস রেকর্ডে তার নাম উঠেছে।’
মালিক এডওয়ার্ড তার নাম রেখেছিলেন দারিউস। ২০১০ সালের এপ্রিলে তার মুকুটে গিনেসের পালক যুক্ত হয়। ‘ফ্লেমিশ জায়ান্ট’ প্রজাতির খরগোশটি বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা। মেরিল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণত এই ধরনের খরগোশের ওজন হয় ৭ কিলোগ্রামের মতো। লম্বা হয় আড়াই ফুটের কিছু বেশি। কিন্তু এই খরগোশটি তার থেকে অনেকটাই লম্বা। এর ওজনও বেশি।
যিনি দারিউসের খোঁজ দিতে পারবেন, তাকে ১ হাজার পাউন্ড পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন তার মালিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct