আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট এক দফায় করার ব্যাপারটা আমল পেল না নির্বাচন কমিশনের যাকা সর্বদলীয় বৈঠকে। সমস্ত জল্পনায় জল ঢেলে দিল নির্বাচন কমিশন। শুক্রবার সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন হবে। তবে, কঠোরভাবে মানতে হবে করোনা বিধি। রাজতৈকি দরগুলি যাতে প্রচারের ব্যাপারে করোনা বিধি যথাযথ মেনে চলে তার উপর জোর দেওয়া হয়।
শুক্রবার নির্বাচন কমিশনের এই সর্বদলীয় বৈঠকে তৃণমূলের পক্ষে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি, সিপিএমের রবিন দেব, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপির পক্ষে স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া।
তৃণমূল ছাড়া সবাই চার দফার পক্ষেই মত দেন। সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায় মেস তনি দফার ভোট এক দঢায় এনে করোনা মোকাবিলা করার প্রস্তাব দেন। কিন্তু তা মান্যতা পায়নি। বরং, কমিশন কোভিড বিধি যাতে সবাই কঠোরবাবে মেনে চলে তার উপর জোর দেয়।
ইতিমধ্যে সিপিএমের তরফে বড় সমাবেশ না করার ঘোষা দিয়েছে। তবে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এদিন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়, কোনও রাজনৈতিক দলই করোনা বিধি মানছে না। একইসঙ্গে রবীন দেব, বিকাশ ভট্টাচার্যদের অভিযোগ, কেন নির্বাচনী প্রচারে এখনও করোনা বিধি লঙ্ঘন হচ্ছে তা তা খতিয়ে দেখে কমিশন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।
বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেন, রাজনৈতিক দলগুলি করোনা বিধি মেনেই ভোটপ্রচার করার সঙ্গে সঙ্গে সবাইকে মাস্ক পরার কথা বলছ্ েকিন্তু জনসাধারণ তা মানলে তাদের কিছু করার নেই।
অন্যদিকে, তৃনমূলের পক্ষে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেছেন, ‘তৃণমূলের অবস্থান পরিষ্কার। আমরা চাইছি বাকি দফার ভোট এক দফায় হোক। আমি অনুরোধ করব বিজেপি তাদের অবস্থান পরিষ্কার করে জানানোর। তারা কি করোনা মহামারিকে প্রথম অগ্রাধিকার দিতে চায় আর রাজনীতিকে দ্বিতীয়?’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct