আপনজন ডেস্ক: সৌদি আরব সরকার আগেই ঘোষণা করেছিল কোনও হযযাত্রী করোনা ভ্যাকসিনের ডোজ না নিলে তাকে সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার সেই পথ অনুসরণ করে কেন্দ্রীয় হজ কমিটি বিশেষ নির্দেশ জারি করল ২০২১ সালের ভারতীয় হজযাত্রীদের প্রতি।
হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইও ড. মকসুদ আহমেদ খান এক নির্দেশ জারি করে সব রাজ্যের হজ কমিটিকে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক ও জেদ্দায় ভারতীয় দূতাবাসের নির্দেশ অনুযায়ী করোনা ভ্যাকনের দুটি যোজ না নিলে তাকে হজের জন্য যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
এ ব্যাপারে তাই কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, হজযাত্রীরা নিজ দায়িত্বে প্রথম করোনা ডোজ যেন নিয়ে থাকেন। যাতে হজে যাওয়ার আগে তাদেরকে দ্বিতীয় ডোজ দিয়ে তবেই সৌদি আরবে পাঠানো হতে পারে।
তবে, তিনি এও বলেছেন, এখন পর্যন্ত হজযাত্রীদের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে সরকারিভাবে কোনো ধরনের যোগাযোগ হয়নি। তাদের অনুমতি সাপেক্ষেই হজে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
২০২১ সালের হজ যাত্রার জন্য প্রথম ফ্লাইট জুনের মাঝামঝি শুরু হতে পারে। আর তা চলতে পারে জুলাই মাস পর্যন্ত। উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণের জন্য সৌদি আরব সরকার বিদেশিদের হজের অনুমতি দেয়নি। স্বল্প পরিসরে করোনা বিধি মেনে হজ হয়েছিল যেখানে মাত্র ১৫০০ সোদির বাসিন্দা হজ করার সুযোগ পেয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct