আপনজন ডেস্ক: দিনকয়েক আগ বারাণসীর আদালত জ্ঞানবাপী মসজিদের মাটি খূঁড়ে পরীক্ষার করার নির্দেশ দিয়েছিল আর্কেওজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে তৎসংলগ্ন জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব অভিযোগ তুলে এই জমি হিন্দুদের বলে দাবি জানিয়ে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বরের পক্ষে আর্জি জানানো হয়েছিল বারাণসী সিভিল কোর্টে। আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে মসজিদের নীচে মাটি বা স্থাপত্য পরীক্ষা করার বারাণসী কোর্টের রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে গেল জ্ঞানবাপী মসজিদ কমিটি ও সুন্নি ওয়াকফ বোর্ড।
গত ৮ এপ্রিল ফাস্ট ট্র্যাক আদালতের সিভিল জজ আশুতোষ তিওয়ারি এএসআইকে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানপাপি মসজিদ প্রাঙ্গণের একটি সরজমিন জরিপের নির্দেশ দিযে বলেছিলেন, সেকানে অন্য কোনও ধর্মীয় কাঠামো রয়েছে কিনা কিংবাআগে কোনও হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কিনা তা খুঁজে বের করবে এএসআই।
এর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের আইনজীবী এস.এফ.এ. নকভি বলেন, দেওয়ানি বিচারনের এই রায় ‘অত্যন্ত স্বেচ্ছাসেবামূলক আচরণ ও বিচার বিভাগীয় ভাবধারার বিরোধী।
সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের স্থায়ী আইনজীবী পুনেত কুমার গুপ্ত জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করা হয়েছে।
অন্যদিকে, অযোধ্যা মসজিদ ট্রাস্টের ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) সেক্রেটারি আথার হুসেন বলেছেন, “এলাহাবাদ হাইকোর্টে দেওয়ানি বিচারকের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আঞ্জুমান ইন্তেজামিয়ার এই পদক্ষেপ স্বাগত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct