আপনজন ডেস্ক: গত ১২ই এপ্রিল উত্তরপ্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বাংলা শাখার উদ্যোগে আসন্ন ‘বাংলা নববর্ষ-১৪২৮’ ও ‘মাহে রমযান’ উপলক্ষ্যে পালিত হল ‘বর্ষশেষের ক্ষণে, কবিতা যাপনে’ শীর্ষক আন্তর্জাতিক আন্তর্জালিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আর গানে গানে মুখরিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা বিভাগের বাংলা শাখার মুখ্য ড. আমিনা খাতুন এবং তাকে সহযোগীতা করেছেন আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তৌসিফ আহমেদ এবং বাংলা সাহিত্য সংস্থার মুখ্য আপ্তার শেখ। করোনা কালীন দুঃসময়ে ভুরিভুরি অনলাইন লেকচারের একঘেয়েমি থেকে মুক্তি দিতে সাংস্কৃতিক আবহকে অনলাইন মাধ্যমে তুলে ধরে বাঁচার রসদ পাইয়ে দেবার পথ নির্মানের ক্ষেত্রে এই অনুষ্ঠান সম্পূর্ণ অনন্য ও নতুন।
অনুষ্ঠানের সঞ্চালনা করতে গিয়ে ড. আমিনা খাতুন এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে জানান যে, ‘অনলাইন লেকচারগুলি সাধারণত বিশিষ্ট অতিথিদের গুরুগম্ভীর আলোচনাতে ভরে থাকে, অথচ নতুন নতুন অনেক প্রতিভা যারা কেবল একটা প্লাটফর্ম খোঁজে নিজেদের বিকশিত করে তোলার আশায়। এই অনুষ্ঠানটি ছিল সেই নতুন প্রতিভাদের বাইরের পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দেবার এক আত্মিক প্রয়াস। ‘গুগল মিট’ ও ‘ইউটিউব’ লাইভে সম্প্রচারিত ভারত ও বাংলাদেশের প্রায় তিরিশটি রত্নে শোভিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রায় সবাই ছিলেন আলীগড়, আলিয়া, বিশ্বভারতী, যাদবপুর এবং উত্তরবঙ্গসহ দেশের প্রথমশ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রী।
ভারত ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষরা ছিলেন অনুষ্ঠানের দর্শক, যাদের ক্রমাগত পাঠানো শুভেচ্ছা বাণী এই অনুষ্ঠানের প্রতিটি অংশগ্রহণকারীকে যেন নতুন উদ্যমে জাগিয়ে তুলেছিল। শেষে নতুন কোন প্রতিভার হাত ধরে আবারো এমনি কোনও অনুষ্ঠান হবার আশা জাগিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন ড. আমিনা খাতুন ম্যাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct