মঞ্জুর মোল্লা, নদিয়া: বিজেপি জিতে গেলে করানোর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে জয়া বচ্চন এ কথা জানালেন। জয়া বচ্চন বলেন, মা-বোনেরা কষ্ট করেন। কষ্ট না করলে কেষ্ট পাবেন কি করে, বাংলার নেত্রীও সারাদিন কষ্ট করেন। তাইতো কেন্দ্রের বিজেপির নেতারা একা একটা মেয়েকে হারানোর জন্য ডেলি প্যাসেঞ্জারি করছেন। ভেবে দেখুন একবার এরা ক্ষমতায় এলে করোনা মহামারীর থেকেও ভয়ানক আকার ধারণ করবে। নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার রেলগেট সংলগ্ন এলাকায় কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী ড. তাপস মণ্ডলের সমর্থনে এক জনসভায় যোগদান করে কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করলেন জয়া বচ্চন। যদিও জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে প্রথমেই করোনা সতর্কতা বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে।
এর পরেই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন প্রভৃতি কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন তিনি। তিনি বলেন, এ রাজ্যের আম জনতার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন মমতা আর কেন্দ্রের বিজেপি যদি এরাজ্যে সরকার গঠন করে তাহলে কিছুই দেবে না। শুধুই ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেবে। ওরা দিন-রাত মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এসব প্ররোচনায় পা দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় একা একটা মেয়ে ওরা পুরো দল কেন্দ্র থেকে এসে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছে! ভয় পাবেন না। একুশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আসছে আর আপনাদের জন্য বাংলার জন্য আরো সুদিন আসছে। বেকারদের কর্মসংস্থান যুবদের চাকরি স্বাস্থ্যব্যবস্থা শিল্প সবকিছুরই সমাধান হয়ে যাবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় আসবে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct