এহসানুল হক, বারাসত: নিবার্চন কমিশনের জারি করা নির্বাচনে প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞার মেয়াদ পেরতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত সাড়ে আটটা নাগাদ মঙ্গলবার সভা করলেন বারাসতে।
এই সভায় মমতা প্রশ্ন তুললেন ‘কী অপরাধ করেছি আমি শুনি’? আর নির্ভয় চিত্তে বিজেপিকে হুঁশিয়ারি বললেন, আমি সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, আমাকে কেউ যদি আঘাত করে তাহলে তাকে প্রত্যাঘাত করি। মমতা দৃঢ়কণ্ঠে ফের জানিয়ে দেন তিনি জিতবেনই। তাকে হারানোর ক্ষমতা বিজেপির কেন কারও নেই। তাই রয়েল বেঙ্গল টাইগারের মতো তিনি লড়ে যাবেন। তবে, তাকে প্রচারে আটকে দেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা। তাই তিনি সেই ক্ষোভ নিয়ে বললেন, আমাকে আটকানোর চেষ্টা করার অর্থ, বিজেপির বাংলা দখলের চেষ্টা। কিন্তু তা ব্যর্থ হবে।
সেই সঙ্গে জনগণের প্রতি আক্ষেপ নিয়ে বলেন, আমাকে প্রচারই করতে দেওয়া হল না। এর বিচার মানুষ করবে। বাংলাকে অপমানের চেষ্টা করবে দিল্লির নেতারা, এর বিচার আপনারা করবেন। বাংলা দখলের চেষ্টা বিজেপির।
মমতা অভিযোগ করেন, বিজেপি কি শুধু একা প্রচার করে যাবে। আর তৃণমূল প্রচার করতে পারবে না? মমতাকে কেন বিজেপির এত ভয় সেই প্রশ্ন তুলে মমতা বলেন, মোদী, অমিত শাহরা যতই চেষ্টা করুক, আমায় আটকাতে পারবে না। মমতার দৃঢ় বিশ্বাস যুব সম্প্রদায় বিজেপিকে ভোট দেবে না। এ নিয়ে বলেন, কারণ আমি একজন স্ট্রিট ফাইটার, আমার মা বোনেদের দুটি পা আমাকে ভরসা দিচ্ছে। বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ চেষ্টার সমালোচনা করে মমতা জানিয়ে দেন, সব ধর্মকে নিয়েই তিনি চলতে ভালোবাসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct