এহসানুল হক, বসিরহাট: বাংলাকে গুজরাট বানাতে দেব না’ খেলা হবে বাংলায়, তারপর দিল্লি দখলের খেলা হবে, এমনই বক্তব্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বসিরহাটের মুরারিশাহ চৌমাথায় দুটো নাগাদ আসেন। তারপর বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রার্থী সপ্তসী ব্যানার্জি ও বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুল ইসলামকে নিয়ে এমন কথা বললেন। এদিন তিনি কোচবিহারের শীতলকুচি এলাকার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি নেতা বলছে বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি মত ঘটনা হবে, এই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ,এক্ষুনি ওই বিজেপি নেতাকে বহিষ্কার করা দরকার। বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে তারা। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে দেবোনা। বাংলা বাংলার মানুষের কাছে থাকবে। ভোটের পরে কড়ায়-গণ্ডায় হিসাব নেব ওই চারজন জনকে গুলি করে মারা হলো কেন। কেউ বাদ যাবে না।
তিনি বিরোধীদের কে বলেন, কংগ্রেস সিপিএম আবার তার সঙ্গে একজন জুটেছে। এদেরকে একটি ভোটও দেবেন না। এরা সব বিজেপির দালাল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতেই ভোট দিন তৃনমূল কংগ্রেসকে। ভোটের কথা বলতে গিয়ে এদিন বলেন, মা বোনেরা আপনারা একটু কষ্ট করে লাইনে দাঁড়াবেন, ভোট যন্ত্র বিকল হলে একটু অপেক্ষা করবেন। বুলেটের জবাব ব্যালটে দেবেন।
এদিন বসিরহাট নিয়ে তিনি বলেন, আমি বসিরহাটকে নতুন জেলা করবো ।এর আগে আমি ঘোষণা করেছিলাম। আপনারা দেখেছেন বসিরহাট পুলিশ জেলা হয়েছে। বসিরহাট স্বাস্থ্য জেলা হয়েছে। আপনাদের উপহার দেব বসিরহাট নতুন জেলা হিসেবে। তাই বন্ধুরা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন। বসিরহাট উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, বসিরহাটে বিভিন্ন উন্নয়ন করেছি আমরা ।ইছামতি নদী বাঁধ থেকে শুরু করে বসিরহাটের হাট সংস্করণ। মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। রাস্তা থেকে শুরু করে সমস্ত রকমের উন্নয়ন আমরা করেছি। আমাদের সাথে থাকুন আপনারা আরো উন্নয়ন দেখতে পাবেন।
এদিন এই জনসমাবেশ বহু মানুষ উপস্থিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় তিনি উপস্থিত হয়েছিলেন তখন মুরারিশাহ চৌমাথার মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এদিন জনসভায় উপস্থিত ছিলেন, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল ,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাদল মিত্র ,বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, মুরারিশা চৌমাথা অঞ্চল সভাপতি আখের আলী মন্ডল, হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী সহ একাধিক নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct