আপনজন ডেস্ক: সন্ত্রাসবাদকে উৎসাহ দেয় বলে অভিযোগ তুলে পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াতকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন যোগী রাজ্য উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেযারম্যান ওয়াসিম রিজভি। সেই আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট উলটে ওয়াসিম রিজভিকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি আর এফ নরিম্যানের গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে।
বিচারপতি রোহিনটন নারিমানের নেতৃত্বাধীন তিন সদস্যের গঠিতি বেঞ্চ সোমবার এই রিট পিটিশনকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে মন্তব্য করে আর্জিটি খারিজ করে দেয়। সেই সঙ্গে রিজভিকে ৫০ হাজার টাকা জরিমানা হিসেবে লিগ্যাল এইড সার্ভিস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়।
বিচারপতি নরিম্যান রিজভির হযে সওয়াল করা প্রবীণ আইনজীবী আর কে রাইজাদাকে জিজ্ঞেস করেন, আপনি কি সত্যিই এই পিটিশন নিয়ে বিতর্ক চান? ওই আইনজীবী দুই মিনিট সময় চান। তিনি আদালতকে বলেন, মাদ্রাসায় আটকে রেখে শিশুদের মধ্যে ‘ইসলামি সন্ত্রাসবাদের উন্মেষ’ ঘটাতে এসব আয়াত ব্যবহার করা হচ্ছে।
পরে সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি নরিম্যান বলেন, আমরা আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছি। এটা পুরোপুরি অর্থহীন। তাই আমরা এই পিটিশন খারিজ করে দিয়েছি।
এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ দারিয়াবাদী বলেছেন, কুরআন শরীফের কোনও আয়াতই মানুষকে সহিংসতার জন্য উস্কে দেয় না। শুধু পার্সোনল ল বোর্ড নয়, জাতীয় সংখ্যালঘূ কমিশনও রিজভিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে নোটিশ জারি করেছিল এবং তাকে ক্ষমা চাইতে বলেছিল। তাই সুপ্রিম কোর্টের এই রায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মুসলিমরা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এক রিট পিটিশনে রিজভি কুরআন শরীফের ২৬টি আয়াত বাতিল করার দাবি জানিয়ে বলেছিলেন, ওই আয়াতগুলিতে ইসলামের তিন খলিফা হজরত আবু বকর রা., হজরত উমর রা. ও হযরত উসমান রা.-এর উল্লেখ থাকায় তা বাতিল চান রিজভি। রিজভির অভিযোগ ওই আয়াতগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে। বিধর্মী ও বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে এসব আয়াত কুরআনে ঢুকানো হয়েছে। তাই এই ২৬টি আয়াত বাদ দেওয়া হোক, কারণ এগুলিতে জিহাদকে উসকে দেওয়া হয়েছে।
রিজভির এই রিট পিটিশনের খবরে দেশের শিয়া ও সুন্নী উভয় আলেমরা তার তীব্র নিন্দা করেছেন। মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে বহু মুসলিম সংগঠন তার শাস্তি চেয়ে বিক্ষোভ দেখিয়েছে। সঙ্গে অবিলম্বে রিজভিকে গ্রেফতারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, রিজভি বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ ও যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে তিনি রাম মন্দির গড়ার পক্ষে সওয়াল করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct