জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়া জেলার একটি অন্যতম সব্জি বাজার বলরামপুর। এই বলরামপুরের বাঘাডি সুপার মার্কেট থেকে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্যে যাচ্ছে এখানকার চাষীদের টোম্যাটো, শশা এবং নানান শাক সব্জি। আর এই মরশুমে টোম্যাটো, শশার চাহিদা প্রবল। কিন্ত এই এলাকার চাষীদের একটাই সমস্যা, তাদের উৎপাদিত ফসল সেই বাজারে সংরক্ষণের অভাব।
তাই বলরামপুর সহ আশেপাশের চাষীদের টোম্যাটো ও শশা একেবারে নিম্ন দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। স্থানীয় চাষীদের কাছ থেকে জানা গেছে, আমদানির শুরুতে কুড়ি টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমান সময়ে পাইকারি দরে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টোম্যাটো এবং পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। এ
মনকি আমরা টোম্যাটো বিক্রি করে যা টাকা পায় সেটা গাড়ি ভাড়া ও বাজারে কর দিতেই শেষ হয়ে যায়। আর যার ফলেই আমরা আজ বেশ ক্ষতির মুখে। এই 'মার্কেটে একটি কোল্ড স্টোর তৈরী হলেও আজও তা খোলা হয়নি' বলেও অভিযোগ চাষীদের। তাদের দাবি তৈরি হওয়া কোল্ড স্টোর শীঘ্রই যেন খোলা হয়, আর তা নাহলে আমাদের সব্জির ব্যবসা প্রতিবার ক্ষতির মুখে পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct