আপনজন: শীতলকুচিতে জওয়ানদের গুলিতে নিহত চার জনের পরিবার ও আহতেদের ক্ষতিপূরণ ঘোষনা করেছে রাজ্য সরকার। কিন্তু সেই ক্ষতিপূরণের কথা ভোটের প্রচারে বলা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী ভিডিও কলে নিহতদের পরিবারকে আশ্বাস দিয়েছিলেন আর্থিক ব্যাপারটা দেখবেন। কিন্তু নির্বাচন বিধির কারণে তা ঘোষণা করতে পারেননি।
তবে রাজ্য সরকারের তরফে নিহত তদের পরিবার প্রতি ক্ষতিপূরণ দেওয়ার বিয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে। তাতে ইতিবাচক সাড়া দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে নিহতদের পরিবারকে ও আহতদেরকে ক্ষতিপূলে দেওয়ার ব্যাপারে।
কমিশনের অনুমতি পাওয়ার পর এদিন শীতলকুচিতে গুলিতে নিহত ৪ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণের কথা নির্বাচনী প্রচারে উল্লেখ করা যাবে না। ক্ষতিপূরণ প্রাপকদের হাতে তুলে দেবেন জেলাশাসক বা তাঁর প্রতিনিধি কোনও সরকারি আধিকারিক।
নবান্ন সুত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে ও নির্বাচন কমিশনের অনুমতি পেয়ে রাজ্য সরকারের ঘোষণা মতো চেক দেওয়ার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি যাওয়ার আগে প্রমাসনের তরফে এই আর্থিক ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হতে পারে।
তবে, এই প্রথম কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ভোটরদের পরিবারকে ও আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা ঘটছে। যদিও, নির্বাচন কমিশন কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct