নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী মহম্মদ রফিকুল আলম একুশের বিধানসভায় বিধায়ক হচ্ছেন বলে দাবি করেন সারাভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক শ্রীমন্ত মিত্র। শুক্রবার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও ফরওয়ার্ড ব্লকের ইস্তেহার প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন শ্রীমন্ত মিত্র।
তিনি জানান বুধবার জট কাটিয়ে চাঁচল মহকুমা দপ্তরের নিকট মনোনয়নপত্র জমা করেছেন। ফরওয়ার্ড ব্লকের ইস্তেহার নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষ রফিকুল আলমকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদী।
এদিন উপস্থিত ছিলেন অগ্ৰগামী কিষাণ সভা জেলার সাধারণ সম্পাদক অজিত সাহা,অগ্ৰগামী কিষান সভার জেলা কমিটির সদস্য মনিরুল ইসলাম,জেলা কমিটির সদস্য গোকুল রায় ও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সিপিআই সম্পাদক তপন দাস সহ প্রমুখেরা।
জানা যায় রফিকুল আলম পেশায় একজন শিক্ষক ।পাশাপাশি সমাজসেবকও বটে। এলাকার দুস্থ মেধাবী শিক্ষার্থীদের ভালো স্কুল ও কলেজে ভর্তির সুযোগ করে দেন। মানুষের সেবা করার লক্ষ্যে এই রাজনীতিতে পদার্পণ।২০১৬ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান।৩৫ হাজারের বেশি ভোট পেলেও কংগ্রেস প্রার্থী মুস্তাক আলমের কাছে পরাজিত হন। কিন্তু তিনি হাল ছাড়েননি। সিপিআইএম,আইএসএফ ও কংগ্রেস জোট করলেও তিনি ফরওয়ার্ড ব্লক থেকে এককভাবে লড়বেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct