জৈদুল সেখ, কান্দি: কলেজ জীবনেই কংগ্রেস রাজনীতিতে হাতেখড়ি। মুর্শিদাবাদ জেলা ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক শফিউল আলম খান ওরফে বনু খাঁ। আজও বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধক হিসেবে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়, জেমো এন. এন. হাই স্কুল, অন্যান্য স্কুলের ছাত্রদেরকে নিয়ে বৈকালে মোহনবাগান মাঠে ফুটবল খেলা ও শরীরচর্চা শেখাতেন। ২০১৯ লোকসভা নির্বাচনে ৬৮ কান্দির বিধায়ক অপূর্ব সরকার পদত্যাগ করায়, বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের গৌতম রায়কে হারিয়ে কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন শফিউল আলম খান ওরফে বনু।
সাম্প্রদায়িক সম্প্রীতি ঘিরে যখন স্পর্শকাতর দেশ, তখন উদাহরণ গড়ছেন শফিউল খান। পুজোর মাস কয়েক আগে থেকেই অবশ্য কান্দির বিভিন্ন পাড়ায় ডাক পড়ে সকাল-বিকেল জনসংযোগের ফাঁকেই চলে প্রতিমায় কারিকুরি। সারা দেশে যখন ধর্ম নিয়ে বিভেদ, জাতিসত্ত্বা নিয়ে প্রশ্ন। তখন কান্দির বিধায়ক বনু খান ব্যস্ত থাকেন তার নিজস্ব শিল্পীসত্ত্বার উপর আস্থা রেখে মৃন্ময়ী দুর্গা মায়ের চক্ষুদানে। বাংলার বুকে সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শন। কান্দীর এলাকাবাসী দেখেছে মুসলিম শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে উমা। জোটের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিচ্ছেন কান্দিতে সংযুক্ত মোর্চা জয়ী হলে যেগুলো বাস্তবায়িত হবেই--
বালি সিন্ডিকেট রুখতে চাই। কান্দি মাস্টার প্ল্যান চাই। আন্দুলিয়া থেকে চৌড়িগাছা স্টেশন ১২ কিলোমিটার রাস্তা যাতায়াত করার জন্য ব্রিজ গুলোকে চালু করতে হবে। কান্দি তে গার্লস কলেজ পলিটেকনিক কলেজ চাই।
নামে খাতায় নয় সত্যি করে কান্দি মহকুমা হাসপাতাল কে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করাই সংযুক্ত মোর্চার লক্ষ্য।
কান্দিতে সংযুক্ত মোর্চার প্রার্থী বিদায়ী বিধায়ক শফিউল আলম খান, তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার (ডেভিড)-বরে লড়াই তাই বেশ জমে উঠেছে।
। এলাকাতে দুই প্রার্থীরই সংগঠন বেশ মজবুত। কিন্তু কান্দি শহর বাদে গ্রামীণ এলাকার ভোটে দখল রয়েছে শফিউলেরই। অন্যদিকে হিন্দু ভোটে এবার থাবা বসাবে বিজেপি। কান্দির মুসলমান ভোটের সিংহভাগ যাবে শফিউলের ঝুলিতে, একাংশ যাবে তৃণমূলে। এখানে বামেদের ভোট যেহুতু বড়ো ফাক্টর সেহেতু ভাল ফল হওয়ার সম্ভাবনা সংযুক্ত মোর্চার প্রার্থীরই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct