সেখ আনোয়ার হোসেন, নন্দীগ্রাম: ২৭ শে মার্চ ২০২১ নন্দীগ্রাম বয়াল ২ এর তৃণমূল কংগ্রেস ১৪ নং বুথের সভাপতি রবীন্দ্রনাথ জানা আহত হয় বিজেপির গুন্ডাবাহিনী দ্বারা। গুরুতর অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সংকটজনক অবস্থায় তাকে রেফার করে কলকাতা এসএসকেএম এ হসপিটালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে আজ পরাজিত হলেন তিনি জীবন যুদ্ধে। চোখের জলে বিদায় নিলেন রবীন্দ্রনাথ বাবু। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। অসহায় পরিবারের পাশে পৌঁছে ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁর আত্মার শান্তি কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন অধিকারী পরিবারের বিরুদ্ধে মানুষ যখন জোট বাঁধছে সেইসঙ্গে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চাইছে রবীন্দ্রনাথের মত লোকেরা তাদেরকে প্রতিহত করার জন্য ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস কুমার মাইতি বলেন এই মৃত্যু খুব দুঃখজনক বিজেপির কিছু লোক হিংসাকে আশ্রয় করে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করতে চাইছে এই মৃত্যুর নিন্দা করছি পরিবারের প্রতি সমবেদনা ও সঙ্গে থাকার আশ্বাস দেন এবং দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি থানায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নেয় বিকেল দুটো থেকে চারটে পর্যন্ত। সেইমতো কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্দেশ দেয়। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধিক্কার জানাই। পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি নবারুন নায়েক বলেন বিজেপির লোক কেন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct