জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ওরা কেউ স্কুল কলেজের ছাত্র ছাত্রী,কেউ বা আবার চাকুরীজীবী, তো কেউ সুশিক্ষিত বেকার যুবক তবে কোথাও যেন তারা একই সুতোর বন্ধনে আবদ্ধ।ওরা “সেভ অযোধ্যা হিলস” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যা।
ওদের প্রত্যেকেরই একটিই স্বপ্ন জাগে যে পুরুলিয়ার এই “অযোধ্যা” থাকবে দূষণমুক্ত। যেখানে বন ও বন্যপ্রাণী বেঁচে থাকবে প্রকৃতির নিয়মেই। আর এই স্বপ্ন নিয়েই প্রায় একমাস আগে অযোধ্যা পাহাড় কে জ্বলন্ত আগুনের হাত থেকে রক্ষা করতে নিঃস্বার্থ ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দুদিনের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ছিলেন।
সেদিনই তারা দেখেছিলেন অযোধ্যা পাহাড়ের আবর্জনায় ঢেকে যাওয়া রূপ। যেমন ভাবনা তেমন কাজ কোন রূপ সময় অপচয় না করে এপ্রিল মাসের প্রখর রোদকে উপেক্ষা করে সারা অযোধ্যা পাহাড়ের (ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনী ফলস,আপার ড্যামের পিকনিক স্পট , সীতাকুণ্ড ও ক্যাম্প সাইটের পার্শ্ববর্তী এলাকা ) সহ বিভিন্ন দর্শনীয় স্থান দীর্ঘ প্রায় তিন চার দিনের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় ২৫০ টি প্রমাণ সাইজের বস্তায় প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, মদের বোতল, কাঁচ, থার্মোকলের মতো দূষক পদার্থ সাফাই করেন। ভবিষ্যতে সারা পাহাড়জুড়ে তারা এই ধরনের সাফাই অভিযান চালাবেন বলে স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য অক্ষয় ভগৎ, অমিত কুমার,দুর্গাদাস মাহান্তিরা জানিয়েছেন।
“সেভ অযোধ্যা হিলস” সংগঠনের সদস্য ও অযোধ্যা পাহাড়ের স্থানীয় বাসিন্দা সহ বিশিষ্টজনরা অযোধ্যা পাহাড়কে দূষণ মুক্ত রাখতে স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকার অভাবকেই দায়ী করেছেন।
দায় এড়াতে পারেন না অযোধ্যা পাহাড়ের পি পি এস পি কর্তৃপক্ষও এমন কি পাহাড়ের উপর গড়ে ওটা হোটেল, লজ থেকে দোকান গুলিও যারা অবাধে প্লাস্টিক ব্যবহার করছেন।পাহাড়ে দূষক পদার্থের প্রাচুর্যের জন্য সমভাবে দায়ী অযোধ্যায় আগত সুশিক্ষিত সভ্য পোশাকের পর্যটক সমাজের একাংশ যারা তাদের ব্যবহৃত প্লাস্টিক বা অন্যান্য দূষক পদার্থগুলি তাদের ক্ষীণ মানসিকতার জন্য পাহাড়ের গায়ে যত্রতত্র ছড়িয়ে দিয়ে আসেন। কবে প্রশাসন কঠোর নিয়ম করে পাহাড়ে প্লাস্টিক, থার্মোকাল সহ বিভিন্ন দূষণকারী দ্রব্যের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করবেন অযোধ্যা ফিরে পাবে তার দূষণ মুক্ত পরিবেশের রূপ আশায় দিন গুনছেন পাহাড়ে বসবাস কারী মানুষজন, গাছপালা, পশুপাখি সহ পরিবেশ প্রেমী এবং সেভ অযোধ্যা হিলের সদস্যগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct