আপনজন ডেস্ক: শনিবার রাজ্যে চতৃর্থ দফার ভোট। তার আগে বেশ কিছুদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ নেই। নন্দীগ্রাম দুই যুযুধান প্রার্থী মমতা ব্যানরার্জি ও শুভেন্দুর ভাগ্য কোথায় দাঁড়িয়ে তা নিযে যখন তোলপাড় তখন একেবারেই নীরব আর এক মমতা ব্যানার্জি। তিনি হলেন, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মমতা ব্যানার্জি।
মাত্র ৫১ বছর বয়সি এই মমতা ব্যানার্জির বাড়ি হাওড়ার ৬৮ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মমতা ব্যানার্জি বিকম পাশ করেছেন ১৯৯৩ সালে। তবে, নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা পেম করেছেন মমতা ব্যানার্জি তাতে দেখা যাচ্ছে তার সম্প্রতি মাত্র ২৪ লক্ষা টাকা।
নির্বাচনে যখন মুখ্যমন্ত্রী মমতাকে নিযে হইচই তখন কিন্তু একেবারেই নীরব রয়েছেন নির্দল প্রার্থী মমতা ব্যানার্জি। তার ঘনিষ্ঠজনদের তিনি নাকি বলেছেন, জেতার আমা তো থাকার কথা নয়, তবুই ভোটে তো লড়ছি। তার দুঃখ মুখ্যমন্ত্রীর নামের আড়ালে তার নাম ঢাকা পড়ে প্রচারের আলো থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct