মঞ্জুর মোল্লা, নদিয়া: নদীয়ায় অধীর চৌধুরী প্রচারে এসে জানালেন আগের কংগ্রেস প্রার্থীকে জিতেছেন আপনারা কেনাবেচা হয়ে গেছে গরু ছাগলের মতন তাই ক্ষমা চাইছি২০২১ এর বিধানসভা নির্বাচনে এই প্রথম নদীয়া জেলায় নির্বাচনী প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস মনোনীত সংযুক্ত মোর্চার বিধানসভার প্রার্থী নেতৃত্বে রাস্তায় নেমে নির্বাচনী প্রচার করেন তিনি। শান্তিপুর ও কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জনসভা করে শান্তিপুরে কংগ্রেস প্রার্থীর হয়ে মিছিল করে স্টেশনে এসে মিছিল শেষে করে গোডাউন মাঠে একটি জনসভা করেন তিনি। বক্তব্যের শুরুতেই বাসীর কাছে তিনি ক্ষমা চেয়ে নেন অধীর চৌধুরী বলেন, এর আগে এই বিধানসভায় জোট পার্টি হয়ে জিতেছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তিনি গরু-ছাগলের মতো ৫০ লক্ষ টাকায় নিজেকে বিক্রি করে তৃণমূলে চলে যান।
এখন আবার দল পরিবর্তন করে বিজেপিতে এসেছেন সেই কারণেই আমি শান্তিপুর বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পাশাপাশি মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন এই কেনাবেচার খেলা তিনি নিজেই শুরু করেছিলেন। এখন সেই খেলাতেই তিনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন।
এর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এখন দিল্লি থেকে একজন বানিয়া এসেছেন। তিনি কোটি কোটি টাকা বিলি করে বিধায়কদের কিনছেন। বক্তব্যর শেষে তিনি কৃষ্ণনগর জনসভার থেকে বলেন, চোরের জার্সি বদল হচ্ছে। আগে তিনি সবুজের জার্সি ছিলেন এখন হচ্ছে গেরুয়া জার্সি। কিন্তু চোর বদল হচ্ছে না। আমরা ক্ষমতায় থাকি না থাকি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতক করি না। আমাদের দলের অনেক খরিদ করে কিনে নিয়েছিল শাসক দল। নদীয়াতে তিনটে বিধায়ক ছিল। তাদেরকে ভয় দেখিয়ে খরিদ করে কিনে নিয়েছিল দিদি। কংগ্রেসের যারা এমএলএ তারা গরু-ছাগলের মতো বিক্রি হয়ে গেল। অন্যদিকে, সবকা বিকাশ সবকা সরকার লকডাউনে হাজার হাজার মানুষকে ঠেলে দিল ভগবানের দোহাই দিয়ে ২০০০ মানুষের রাস্তায় চলতে চলতে মৃত্যু হল।
১৪ কোটি মানুষের চাকরি গেল যখন বিশ্ববাজারে তেলের দাম কমছে তখন দেশে হু হু করে তেলের দাম বাড়ছে এখন আপনারা বড় বড় কথা বলছেন। রাজ্যে সাম্প্রদায়িক বীজ এনেছে বলৌ বিজেপিকে নিমানা করেন। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় অধীর চৌধরি আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct