আপনজন ডেস্ক: ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়া ও ইউক্রেন সীমান্তে। নতুন করে গোলাগুলির পর আবারো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তাই জোরালো হচ্ছে ইউক্রেন-রাশিয়া সীমান্তে। গত মঙ্গলবার দুই সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে কিয়েভ। পূর্বাঞ্চলের সীমান্তে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে ২০১৪ সাল থেকেই।
তবে গত কয়েকদিনে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের অভিযোগ, হঠাৎ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে মস্কো। ৭ বছর আগে ওই অঞ্চলে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয় মস্কো। নতুন করে ইউক্রেন সীমান্তে মস্কোর তৎপরতায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় দ্রুত সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলছে, এ বিষয়ে জোটগত সিদ্ধান্ত নেবে ন্যাটো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct