কুতুবউদ্দিন মোল্লা, রায়দিঘি: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির লালপুর গ্রামে রাতের অন্ধকারে প্রতিটি কলের মধ্যে বিষ দিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর শাসকদল অর্থাৎ তৃণমূলের কংগ্রেসের দিকে। লালপুর গ্রামের অধিকাংশ বাসিন্দা ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা এখন মথরাপুর গ্রামীণ হাসপাতাল এবং নিমপীঠ হসপিটালে ভর্তি আছেন। সিপিআইএমের কর্মীদের উপর অত্যাচার ও তাদেরকে ভোট বয়কট করে দেওয়া হয়েছে যাতে তারা ভোট না দিতে পারে তার উপর অত্যাচার করেছে এবং সাথে সাথে ওই গ্রামের প্রতিটি কল ভেঙে দিয়ে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে,বলে অভিযোগ।
ওই জল খাওয়ার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যায় বমি।গ্রামের অধিকাংশ বাসিন্দাই এখন হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় গ্রামের বাসিন্দারা লালপুরে মসজিদের সামনে,রাস্তার উপর বাঁশ এবং খুঁটি ফেলে বিক্ষোভ দেখান।খবর পেয়ে ঘঘটনাস্থলে আসেন মথুরাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার।
তার আগে লালপুর গ্রামে এসে উপস্থিত হন রায়দিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অলক জলদাতা। অলক বাবু বলেন,এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেউ এই কাজ করেনি। তিনি সম্পূর্ণ ভাবে জনগণের কাছে এই কথাটি স্বীকার করেন। কোন ব্যক্তি ইচ্ছে করে এই অপকর্ম করেছে। এখন জনগণ তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করছেন। অবশেষে মথুরাপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে তদন্তের দাবি নিয়ে দোষী ব্যক্তিদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার আর্জি জানান। সমস্ত কলগুলি এই অবস্থা দেখে প্রশাসন জলের গাড়ির ব্যবস্থা করে দেন।পরে প্রশাসনের জলের কলগুলো পরিষ্কার করার আশ্বাস পেলে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct