আপনজন ডেস্ক: বিজেপির মোকাবিলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন সংযুক্ত মোর্চার নেতারা। আর মোদি হাওয়া চলে যাওয়ায় বিজেপির উন্মাদনা ফিকে হয়ে আসায় মানুষের মনে ধারণা হয়েছে তৃণমূলের ভোট বিজেপিতে যাওয়ার বদলে কিছুটা হলেও সংযুক্ত মোর্চার দিকে ঢলতে পারে। আরতার প্রতিফলন হতে পারে বিধানসভা নির্বাচনের ফলাফলে। তাই এবারে বিধানসভা ভোটের পলাফল ত্রিশঙ্কু হতে পারে বলে অনেকে মনে করছেন। সেই ধারণাকে উসকে দিয়ে, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন, ভোটের ফল ত্রিশঙ্কু হলে সংযুক্ত মোর্চা তৃণমূল সরকারকে সমর্থন করবে না। যদিও বুধবার কংগ্রেস নেতা অধীর চৌধুরি তৃণমূলের সরকার গড়তে কংগ্রেস জোটের দরকার পড়তে পারে বলায় মন্তব্য করায় তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে তা নিয়ে সূর্যকান্ত জানিয়ে দিলেন, তৃণমূল সরকারকে কোনওভাবেই সমর্থন নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct