বাবলু প্রামাণিক, বারুইপুর: ভোট মিটতে না মিটতেই রাজনৈতিক গন্ডোগোলের ঘটনায় উত্তপ্ত হল বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম ও চালতাবেড়িয়া। বারুইপুরের নবগ্রাম পূর্ব পাড়ায় তৃণমূল ও বিজেপির একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগের জেরে বুধবার সকালে উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার আই সি, এস ডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনি ঘটনাস্থলে যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি, বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
অপরদিকে তৃণমূলের অভিযোগ,চায়ের দোকানে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের চারজন কর্মী আহত হয়। পুলিশ এলাকায় গিয়ে তল্লাশি চালিয়ে উভয় পক্ষের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়েই আহতদের দেখতে বারুইপুর হাসপাতালে যান বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার। নবগ্রামের বিজেপি মহিলা সংগঠনের নেতা মামনি দাসের অভিযোগ,তৃণমূল কংগ্রেসের হুমকি উপেক্ষা করে বিজেপির কর্মীরা ভোট দিতে যাওয়ায় তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়। বোমা ছোঁড়া হয়। এক-দুটি বাড়ি ভাঙচুর করা হয়। এমনকি অন্তসত্তা কনিকা দাসকে মারধোর করা হয়। উল্টো দিকে বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার বলেন,আমাদের কর্মীরা এলাকায় চায়ের দোকানে বসার সময় হামলা চালায় বিজেপি। মনোরঞ্জন দাসের মাথা ফাটিয়ে দেওয়া হয়,আক্রান্ত হয় ভিগুরাম সরদার,মহাদেব দাস,সুকুমার দাস। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি বারুইপুর যেন শান্তি থাকে এই ব্যবস্থা করতে। অন্যদিকে,জয়নগর ১ নম্বর চালতাবেড়িয়া অঞ্চলের উপপ্রধান জুলফিকার সরদার বলেন, এদিন সকালে এলাকায় গণ্ডগোল হচ্ছিল। সেই সময় আমি উভয় পক্ষকে ঠেকাতে গেলে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বন্দকু,লোহার রড নিয়ে হামলা চালায়। আমার মাথা ফাটিয়ে দেয়,অন্য দুই কর্মীও আহত হয়েছে। যদিও এই ঘটনার অভিযোগ সিপিএমের তরফে অস্বীকার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct