আপনজন ডেস্ক: রাজ্যে চতুর্থ দফার ভোট আগামী ১০ এপ্রিল। এই চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। একদিকে যখন তৃণমূল নেত্রী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হযে কাজ করার অভিযোগ তুলছেন তখন নির্বাচন কমিশনের এই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি আরও অস্বস্তিতে ফেলবে তৃণমূলকে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চতুর্থ দফার ভোটে আগামী শনিবার ৯৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি, আলিপুরদুয়ারে ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণে ৩৫ এবং বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি বাহিনী থাকবে। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৭৯ কোম্পানি। বাকি আধা সেনাকে ভোটের দিনে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct