জৈদুল সেখ, মুর্শিদাবাদ: আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বাংলাতে একের পর এক সভা ছিল। কিন্তু সেই সভা করার অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ। আর সেই কারনেই মিম প্রধানের সভা বাতিল হল রাজ্যে। অভিযোগ, প্রশাসনের অসহযোগিতাই সভা বাতিলের কারণ। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও ভরতপুরে দুটি পৃথক সভা করার কথা ছিল ওয়াইসির। দলের অভিযোগ, স্থানীয় প্রশাসন সভা করার অনুমতি দিলেও দু'ক্ষেত্রেই হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই বাতিল করা হয় সভা দু'টি।
আসাদউদ্দিন ওয়াইসির সভা বাতিল হলেও মিম ফের এ রাজ্যের নির্বাচনে প্রার্থী ঘোষণা করল।
সাতটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) বা মিমের প্রার্থীরা। মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলাকালীন প্রার্থী তালিকা প্রকাশ করলেন আসাদউদ্দিন। উত্তর দিনাজপুরে একটি আসনে লড়ছে ওয়াইসির দল। পাশাপাশি মুর্শিদাবাদের তিনটি, মালদহের দু'টি ও পশ্চিম বর্ধমানের একটি আসনে লড়াই করবে তারা। এই সমস্ত অঞ্চলে কংগ্রেসের শক্ত ঘাঁটি। সংখ্যালঘু অঞ্চল। তবে গত এক বছরে এই সমস্ত অঞ্চলে মিমের শক্তি বেড়েছে এই সমস্ত অঞ্চলে।
বিগত কয়েক বছরের সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে দেখা যাবে যে, ভারতীয় রাজনীতিতে আসাউদ্দিন ওয়াইসির এই মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন বা মিম দলটির উত্থান হয়েছেন অনেকটা ধূমকেতুর মতো। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে মুসলিম ভোট কাটাকাটির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। রাজ্য প্রথমের দিকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করে লড়ার কথা ঘোষণা করেছিল মিম। কিন্তু পরবর্তীতে আব্বাস বেঁকে বসলে এই রাজ্যে মিম জোট সঙ্গী হিসেবে কাউকে পায় না। যার ফলে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের চারটি মুসলিম প্রধান জেলায় কেবলমাত্র প্রার্থী দিতে সক্ষম হয়েছে মিম।
সেই অনুযায়ী আজ দুপুরে আসাউদ্দিন ওয়াইসির সভা হওয়ার কথা ছিল মুর্শিদাবাদে। কিন্তু হেলিপ্যাড নিয়ে বিভ্রাট হওয়ার কারণে এই সভাটি উক্ত স্থানদুটিতে অনুষ্ঠিত হতে পারেনি। এই প্রসঙ্গে মুর্শিদাবাদের মিম এর অন্যতম নেতা আসাদুল শেখ জানিয়েছেন, “পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারাই সভা করতে দেয়নি। হেলিপ্যাডের অনুমোদন না পাওয়াতেই বাধ্য হয়ে সভা বাতিল করতে হল।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct