মঞ্জুর মোল্লা, নদিয়া: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নদীয়ার একাধিক জায়গায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান শুরু হলো বুধবার থেকে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো। নদীয়া জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন।উল্লেখ্য করোনা সংক্রমনের কারণে নির্বাচন কমিশন এই প্রথম নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে বলা হয়েছে সমস্ত ভোটাররা আবেদনের মাধ্যমে বাড়িতে বসেই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর পাশাপাশি প্রতিবন্ধীরাও এই প্রক্রিয়ার আওতায় পড়ছে। মূলত সেই নির্দেশ অনুযায়ী প্রায় 30 টি টিম শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভোটগ্রহণের কাজে নেমে পড়লেন। টিমে রয়েছেন 2 জন মাইক্রো অবজারভার, চারজন কেন্দ্রীয় বাহিনী, দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রথম এবং দ্বিতীয় এই দুজন পলি অফিসার এবং বিভিন্ন দলের এজেন্টরা।শান্তিপুর ব্লকে মোট ব্যালটের মাধ্যমে ভোটারের সংখ্যা 2294 জন। আগামী 11 তারিখ পর্যন্ত এই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানান শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক প্রনয় মুখোপাধ্যায়। নির্বাচন কমিশনের এহনো পদক্ষেপের স্বাভাবিকভাবেই খুশি বয়স্ক ভোটাররা। বিভিন্ন দলের এজেন্টরা খুশি এ ধরনের ব্যবস্থায়। ভোটাররাও জানান,শারীরিক সমস্যার জন্য বুথে যাবার জন্য অন্যের উপর নির্ভর করতে হতো এতদিন, এ ব্যবস্থায় বেশ খুশি তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct