আপনজন ডেস্ক: শুধু ধর্মীয় উপাসনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার হাযদরাবাদের একটি মসজিদে এগিযে এল গরিবদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পুরনো হাযদরাবাদের মাহিনগরের সাইফ কলোনির মসজিদ উমর আল সিফা প্রতিদিন অন্তত ৩০০জন গরিবকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। ফলে, তেলেঙ্গানায় এক অনন্য নজির স্থাপন করে চলেছে এই মসজিদটি।
গত বছরই এই মসজিদটি সংবাদ শিরোনামে এসেছিল। ওসমাননগরের বস্তি এলাকা গত বছর বন্যায় যখন ডুবে যায় তখন মসজিদ কমিটির লোকজন এগিযে আসেন বন্যা দুর্গতদের সাহায্য করতে। তারা বন্যা দুর্গতদেরকে উদ্ধার করে মসজিদের মধ্যে আশ্রয় দেন। এরপরই হেল্পিং হ্যান্ড ফাইন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা সেকানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খুলতে সাহায্য করতে এগিয়ে আসে।
এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ মসজিদ পরিচালিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে সহায়তা পেয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় সরকার পরিচালিত কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল না। এমনকী কোনও বস্তিতেও স্বাস্থ্যকেন্দ্র ছিল না। সে কারণে এই স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে মসজিদ কর্তৃপক্ষ।
এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে কাপিং থেরাপি, দাঁত, শিশু ও মহিলাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে।
একদল ডাক্তার, নার্স নিয়মিত আসেন এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে। একমাসে প্রায় ৪ লাখ টাকা খরচ করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আমেরিকা ভিত্তিক সেব্চ্ছাসেবী সংস্থা ‘সিড’-এর সহায়তায এই ধরনের স্বাস্থ্য পরিষেবা আরও কিছু মসজিদে চালু হতে চলেছে। সেগুলি হল নবাবা সাহেবকুন্তার মসজিদ-এ ইশাক, ওযাদি মুহাম্মমে মসজিদ-এ মুহাম্মদ-এ মুস্তাফা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct