জৈদুল সেখ, কান্দি: মঙ্গলবার কান্দি মহকুমার সংযুক্ত মোর্চার চার কংগ্রেস পার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে উচ্ছ্বাসের উৎসবে রূপ দান করল বাম কংগ্রেস এবং আইএসএফ সমর্থক কর্মীরা। েএদিন সকাল থেকেই কান্দি, ভরতপুর, খড়গ্রাম এবং বড়ঞা বিধানসভার বাম কংগ্রেস সমর্থকরা দলে দলে ভিড় জমাতে থাকে কান্দি থানার সামনে এবং সেখান থেকে বিরাট বর্ণাঢ্য মিছিল করে কান্দি মহকুমার অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা করেন।
মনোনয়নপত্র জমা দেনন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার কান্দি বিধানসভার জোট প্রার্থী শফিউল আলম খান ( বনু খাঁ), খড়গ্রাম বিধানসভার জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী বিপদ তারণ বাগদি, বড়ঞা বিধানসভার জোট প্রার্থী কমলেশ চ্যাটার্জী এবং ভরতপুর বিধানসভার জোট প্রার্থী শিলাদিত্য হালদার।
মঙ্গলবার কান্দি শহর ছিল উৎসবের মেজাজে বামপন্থী সমর্থকদের স্লোগান স্লোগানে মিছিল জমকালো: ‘এবার ভোট বাম জোট’, ‘এই কাটমানির সরকার আর না, আর না’ ‘বেকারের চাকরি এবং কাজের দাবিতে দরকার বাম মোর্চার সরকার’ প্রভৃতি।
উল্লেখ্য, ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী সালার ভরতপুরে বাম কংগ্রেস যৌথ কর্মিসভা করে দলকে চাঙ্গা করার চেষ্টা করেছেন। দুই দলের বিক্ষুব্ধদের সঙ্গে সমঝোতা করে যারে নির্বাচনে শেষ হাসিটা হাসতে পারে মোর্চা, সেই চেষ্টা করে যাচ্ছেন। এখন দেখার বিষয় কংগ্রেস তার পুরোনো জমি ফিরিয়ে পাবে কী না! উত্তর মিলবে ২ মে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct