আব্দুস সামাদ মণ্ডল, হুগলি: মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফার হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভোট হয়। সকাল থেকে ভোটদান শুরু হয় সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোট পড়ে ৭৭.৬৮ শতাংশ।
এদিন হুগলি জেলায় বিক্ষিপ্ত দু-একটি বুথে ঝামেলা ছাড়া প্রায় সব বুথেই শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে বলে সূত্রের খবর। আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন সুজাতা
এদিকে হরিপাল বিধানসভায় বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে এবং জাঙ্গিপাড়া বিধানসভায় বুথের ভিতরে রাজ্য পুলিশ থাকায় বিজেপি পদপ্রার্থী দেবজিৎ সরকারের সঙ্গে বচসা শুরু হয়, দেব ষজিৎ জানান বুথের ভিতরে পুলিশ কেন? প্রিসাইডিং ও পোলিং অফিসারকে জানালে তৎক্ষণাৎ পুলিশকে বের করে দেন। অন্যদিকে এদিন ভোট দিলেন আরএসএফ সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি দুপুর ১১টা নাগাদ ফুরফুরা হাই মাদ্রাসাতে ভোট দিতে আসেন। স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ডস্যানিটাইজার, গ্লাভস, থার্মাল স্ক্যানিং এবং দূরত্ব বজায় রেখে ভোট দেন। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি ভোট দিয়েছি খাম চিহ্নে মইনুদ্দিন (বুদো)কে। আমি এই কারণেই বললাম কোথায় ভোট দিয়েছি এটাই আমার গণতন্ত্র, এটাই আমার সংবিধান, এটাই আমার ভারতবর্ষ।
তিনি আরো বলেন আমার বুথে যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সারা বাংলায় এভাবে ভোট হলে সংযুক্ত মোর্চা অবশ্যই সরকার গড়বে বাংলায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct