বাবলু প্রামাণিক, ক্যানিং: বারুইপুরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় বাহিনীর দুই সর্বাধিনায়ক। দিল্লি থেকে হেলিকপ্টারে করে তাঁরা এসে নামেন বারুইপুরের নিউ ইন্ডিয়া মাঠে। তারপর সেখান থেকে দত্তপাড়ার বিনাপাণী স্কুলে এবং সুকান্ত প্রাথমিক স্কুল সহ বিভিন্ন জায়গার ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে গিয়ে ভোট দানের কাজ পরিদর্শন করেন।
এমনকি বিভিন্ন ভোটারদের কাছে ভোট গ্রহণ নিয়ে কোন অসুবিধা বা অভিযোগ আছে কি না তাও জানতে চান। কেন্দ্রীয় বাহিনী দুই সর্বাধিনায়কের মধ্যে ছিলেন এস এস বি র আইজি শ্রীকুমার বন্দোপাধ্যায় এবং সি আর পি এফের আইজি প্রদীপ কুমার সাহু। তারা জানান, ভোটগ্রহণ কেমন চলছে আমাদের বাহিনীরা কেমন কাজ করছে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এইসব জানতেই তাদের এই পরিদর্শন। তারা সকাল থেকে ক্যানিং বাসন্তী ডায়মন্ডহারবার এবং বারুইপুরে ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করছেন সব জায়গাতেই শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হচ্ছে বলে তারা পরিদর্শন করে দেখেছেন। কোথাও কোনো অসুবিধা নেই বলে তারা জানান।
এমনকি ভোটারদের সঙ্গে কথা বলেও তারা জানতে পেরেছেন ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে তাদের বাহিনী নিরাপত্তা দেওয়ার কাজ ভালোভাবেই পালন করছে। এরপর প্রায় ১ ঘন্টা ধরে বিভিন্ন স্পর্শ কাতর বুধ পরিদর্শন করার পর কেন্দ্রীয় বাহিনী দুই আইজি আবার হেলিকপ্টারে করে রওনা দেন। এ বিষয়ে এস এস বির আইজি কুমার মুখোপাধ্যায় বলেন, মানুষকে ভয়মুক্ত ভোট দান করা নয়, বাহিনী কাজ করছে তিনা তা দেখতে আমরা এখানে এসেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct