আপনজন ডেস্ক: বিজেপি কর্মীরা জোর করে বুথ দখল করেছে সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। এই ধরনের 'হুমকির কৌশল'-এর কাছে কোনো ভাবে মাথা নত করা হবে না। আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচার সভায় মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের জনসভায় তৃণমূল সুপ্রিমো বলেন, আরামবাগে তার দলের মনোনীত প্রার্থী সুজাতা মন্ডলকে বিজেপি কর্মীরা একটি বুথের কাছে তাকে ধাওয়া করে মাথায় আঘাত করে।
মমতা বলেন, তারা আমাদের তফসিলি জাতির প্রার্থী সুজাতা খাঁ যখন একটি বুথ পরিদর্শনে যান তখন তাকে
মারাত্মক আঘাত করা হয়। খানাকুলের অন্য এক প্রার্থীকেও আক্রমণ করে। ক্যানিং পূর্বে কেন্দ্রীয় বাহিনী আমাদের প্রার্থী শওকত মোল্লাকে একটি বুথে প্রবেশ করতে বাধা দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছিল। রাজ্য জুড়ে আমাদের প্রার্থী, দলীয় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, সকাল থেকে তিনি অন্তত ১০০টি এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছেন। নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।
মমতা অভিযোগ করেন, মিছিলে ভিড় হয়নি দেখে দিল্লির বিজেপি নেতৃত্ব গভীর ষড়যন্ত্র করেছে। নিরাপত্তা বাহিনীকে বুথ দখল রোখা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন।
তৃণমূল নেত্রী বলেন, ভোট শুরু থেকে তাদের চারজন সমর্থককে খুন করা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিজেপি এভাবে আতঙ্কিত করতে পারে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct