রাজু আনসারী, অরঙ্গাবাদ : গত ১৭ ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার নিমতিতা স্টেশনে কলকাতা যাওয়ার সময় এক নম্বর প্লাটফর্মে বোমা বিস্ফোরণ কাণ্ডে আহত হওয়ার পর দীর্ঘ দিন কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যের শ্রমপতি মন্ত্রী জাকির হোসেন।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রবিবার দুপুরে হেলিকপ্টারে করে জঙ্গিপুর এসেছিলেন মন্ত্রী জাকির হোসেন।
জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জাকির হোসেন। ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি সংসদ আবুতাহের খান, জঙ্গিপুর লোকসভা সংসদ খলিলুর রহমান, জেলার মুখপাত্র গৌতম ঘোষ, মুন্টু রহমান, সুতি২ ব্লক সভাপতি সেরাজুল ইসলাম ও নেতৃবৃন্দ।
জঙ্গীপুর মহকুমা শাসকের দপ্তরে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন ও রঘুনাথগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোঃ আখরুজ্জামান। জাকির হোসেন কয়েক হাজার তার অনুগামী নিয়ে মনোয়নপত্র দাখিল করতে যান এবং রঘুনাথগঞ্জ প্রার্থী সমর্থনের কয়েকশো টোটো গাড়ি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়ে মনোয়নপত্র দাখিল করতে আসেন।
জঙ্গিপুর মহুকুমা অফিসে মনোনয়ন জমা করতে এসে মুখোমুখি সাক্ষাতে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক ও জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। দুই প্রার্থী সৌজন্য মত বিনিময় করেন।
মন্ত্রী জাকির হোসেন বলেন আমি ৫৮নং জঙ্গীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় দিদির কাছে কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমায় মানুষের কাজ করার দায়িত্ব দেওয়ার জন্য ।
আজ আমি আমার মনোনয়ন পত্র জমা দিলাম। আমি যদি আপনাদের দ্বারা দ্বিতীয়বার নির্বাচিত হয়,এই বিশেষ দিনে আমি জাকির হোসেন কথা দিচ্ছি মানুষের জন্য কাজ করেছি ,আগামীদিনেও করবো, মানুষের পাশে ছিলাম, আগামীদিনেও থাকবো,প্রতিটি মানুষের বিপদে আপদে ছিলাম আছি থাকবো এবং দিদির দেওয়া প্রত্যেকটি দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct